দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রতন’। খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবালের ছোট গল্প ‘রতন’ অবলম্বনে নির্মিত হয়েছে ২৮ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি।
২০তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন পেয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রতন’। চলচ্চিত্রটি উৎসবের শিশির মঞ্চেও প্রদর্শিত হবে।
এই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে। কাহিনীতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাবা-মা হারানো সদ্য কৈশোরে পা দেওয়া ছেলের নাম রতন। আশফাক আহমেদের প্রযোজনায় চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন রাসেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল ইসলাম মিঠু, রাজু খান, বিথী, মুন্নি তালুকদার।
মুক্তিযুদ্ধের চলাকালীন তাতিবন্ধ গ্রামে হামলা করে পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তানিরা। যখন দু’জন মুক্তিযোদ্ধা ওই গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পায়। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে তারই মা।
রতনকে যখন প্রথম মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় একটা বোঝা হিসেবেই। কিন্ত সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানী সেনাদের হাতে ধরা পরার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় এই ১০ বছরের রতন। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিশোর রতন। এই চলচ্চিত্রটি একাত্তরের রণাঙ্গনের কথা স্মরণ করিয়ে দেয়। এতো কম বয়সের কিশোরও সেদিন মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন সেই কাহিনীই মূলত ফুটিয়ে তোলা হয়েছে।
This post was last modified on নভেম্বর ১০, ২০১৪ 4:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…