১৪১ জন নিহত হওয়ার পর শোকে কাতর পাকিস্তান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘জন্মিলে মরিতে হয়’ এটি একটি চির সত্য। কিন্তু সেই মৃত্যু আর পাকিস্তানে অবোধ শিশুদের মৃত্যু একেবারেই ভিন্ন। এই নির্মম মৃত্যু ঘটেছে ১৪১ জনের। এই নির্মমতার পর শোকে কাতর পুরো পাকিস্তান।

পেশোয়ারের এই নির্মমতার পর শোকে কাতর পুরো পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের সেনাবাহিনীর স্কুলটির শ্রেণিকক্ষজুড়ে এখনও রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ। কয়েক দিন পর হয়তো এই রক্তের দাগ সেখানে থাকবে না। কিন্তু ভয়াবহ নির্মম ওই ঘটনায় মানুষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা হয়তো সহজেই মুছবে না। এই দুঃসহ স্মৃতি তাদের হয়তো তাড়া করে ফিরবে জীবনের বাকি দিনগুলোতে।

গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে তালেবানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৪১-এ। নিহতদের মধ্যে ১৩২ জনই আবার শিশু। বাকিরা সবাই স্কুলের শিক্ষক-কর্মচারী।

Related Post

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৭ জন জঙ্গি বিপুল বিস্ফোরক এবং অস্ত্র নিয়ে হামলা চালায় ওই স্কুলটিতে। জঙ্গিদের সবাইকে হত্যা করা হয়েছে। স্কুলের পুরো নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর দখলে।

এই ঘটনার পর পাকিস্তানজুড়ে চলছে শোকের মাতম। শুধু পাকিস্তানিদেরই নয়, বিশ্ববাসীকেও করেছে স্তম্ভিত, হতবাক এবং নির্বাক। ঘৃণ্য এই ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, রাশিয়াসহ বিভিন্ন দেশের নেতারা এই ঘটনাকে হৃদয়বিদারক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

গতকাল মঙ্গলবারের ওই ঘটনার পর পেশোয়ার শহর আজ বুধবার যেনো এক মৃত্যুপুরীতে পরিণত হযেছে। প্রাণপ্রিয় সন্তানদের শুধু সমাধিই নয়, সঙ্গে এক বুক স্বপ্ন এবং ভালোবাসাও মাটির নিচে চাপা দিতে হচ্ছে তাদের শোক বিহ্বল বাবা-মাদের।
পেশোয়ারের ওই স্কুলশিশুদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ফুল হাতে সেখানে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘটনায় ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি ঘৃণিত এই ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই ঘটনাকে সর্বকালের সবচেয়ে বড় ট্র্যাজেডি উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘প্রতিটি শিশুর শরীর হতে ঝরে যাওয়ার রক্তের প্রতিশোধ নেবো আমরা। হায়েনারা আজ যে ঘটনা ঘটিয়েছে এর দাঁতভাঙা জবাব তাদের পেতেই হবে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই প্রতিশোধ হিসেবে পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি আস্তানায় ব্যাপক হামলা শুরু করেছে। সেনাবাহিনীর মুখপাত্র অসিম বাজওয়া জানিয়েছেন, ‘খাইবার প্রদেশের দুর্গম এলাকায় ১০ বার বিমান হামলা চালানো হয়েছে। জঙ্গি অধ্যুষিত এলাকাগুলোতে আরও বড় ধরনের অভিযান চালানো হবে।’

এখন পাকিস্তানের পেশোয়ার এলাকায় বাতাসে শুধু কান্নার আওয়াজ। স্বজনহারাদের আহজারিতে ভারি পুরো এলাকা। কেও কখনও ভাবেনি এমন নির্মমতার কথা। এই নির্মম নিষ্ঠুরতা ছড়িয়ে পড়েছে বিশ্বময়। বিশ্ববাসী এখন শুধুই বসে আছে কবে শান্তির সেই সুবাতাস বইবে। কবে সন্ত্রাসীদের আস্ফালন চিরতরে বিলীন হবে।

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৪ 3:49 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে

২৫ পেরোলে মহিলাদের কী কী ভিটামিন খেতে হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার…

% দিন আগে