পাকিস্তানের স্কুলে হত্যাযজ্ঞ চালানো সেই ৬ তালেবানের ছবি প্রকাশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক অমানবিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তালেবানরা সেদিন পাকিস্তানের পেশোয়ারের স্কুলে। পাকিস্তানের স্কুলে হত্যাযজ্ঞ চালানো সেই ৬ তালেবানের ছবি প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানে পেশোয়ারের স্কুলে তালেবানদের চালানো গণহত্যাকে এক কথায় বলা যায়, মানব ইতিহাসকে কলঙ্কিত এক অধ্যায়। এই কলঙ্কের জন্মদাতা হলো তালেবানের ৭ সদস্য। এদেরমধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে।

গতকাল বুধবার পাকিস্তান জুড়ে যখন চলছিল শোকের মাতম, ঠিক তখন জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি ইমেইলে প্রকাশ করেছে হামলায় অংশ নেওয়া ৬ জঙ্গির ছবি। খুরাসানির বর্ণনামতে, হামলার কিছু সময় আগে একসঙ্গে ৬ জঙ্গির দলবদ্ধ ছবি তোলা হয়।

Related Post

এরাই সেই ১৩২ শিশুসহ ১৪১ তাজা প্রাণের হত্যাকারী। গত মঙ্গলবার এরাই পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে ক্লাস হতে ক্লাসে গিয়ে ইতিহাসের এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। এরাই সেই জঙ্গি, যারা পুড়িয়ে মারে স্কুল-অধ্যক্ষকে।

তালেবানদের মুখপাত্র জঙ্গিদের ছবি প্রকাশ করলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু বলেছে, আরও বড় বড় হামলা চালানো হবে। সামরিক বাহিনী হতে সাধারণ পাকিস্তানিদের দূরে থাকতে বলেছে ওই মুখপাত্র। তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, ‘তালেবান সদস্যদের মারার প্রতিশোধ নিতেই তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে।’

খুরাসানি ছবির বর্ণনায় বলেছেন, হামলার আগে তাদের ৬ সদস্য প্রথমে একটি কক্ষে এবং পরে বাইরে ছবি তোলে। প্রথমবার সাধারণ পাকিস্তানির মতোই পোশাক পরা ছিল তাদের গায়ে। দ্বিতীয়বার অর্থাৎ ওই হত্যাযজ্ঞ চালানোর সময় তাদের গায়ে ছিল সেনাবাহিনীর পোশাক। সেনাবাহিনীর পোশাক পরেই তারা স্কুলে ঢুকে হত্যাকাণ্ড চালায়।

এদিকে পাকিস্তানের পেশোয়ারে নিহতদের পরিবার-পরিজনদের মধ্যে এখনও শোকের মাতম কাটেনি। পুরো পাকিস্তান জুড়ে শোকের ছায়া নেমে রয়েছে। আজও চলছে ৩ দিন ব্যাপি ডাকা রাষ্ট্রীয় শোক।

This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৪ 5:23 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে