Categories: সাধারণ

নিহত শিশু জিহাদের বাবা মামলা করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর শাহজাহানপুর এলাকায় পানির পাইপে পড়ে নিহত হওয়া শিশুজিহাদের বাবা মামলা করবেন। উদ্ধারকাজে গাফিলতির কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে- এমন অভিযোগে মামলা করতে চান তিনি।

রাজধানীর শাহজাহানপুর এলাকায় পানির পাম্পের পাইপে পড়ে নিহত শিশু জিহাদের বাবা নাসির ফকির অভিযোগ করেছেন যে, উদ্ধারকাজে গাফিলতির কারণেই তার ছেলে জিহাদের মৃত্যু হয়েছে। তিনি এর বিচার চান। এজন্য দোষীদের বিরুদ্ধে মামলা করবেন। গতকাল শনিবার রাতে শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে এক প্রতিবেশির বাড়িতে সংবাদ সম্মেলনে জিহাদের বাবা নাসির ফকির ওই অভিযোগ করেন।

তিনি বলেছেন যে, ‘শুক্রবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাইপের ভেতরে কেও নেই বলার পর থেকেই উদ্ধার তৎপরতা কমে যায়। যদি প্রতিমন্ত্রী এ কথা না বলতেন, তাহলে হয়তো আমার ছেলেকে জীবিত ফিরে পেতাম।’

Related Post

নাসির ফকির সাংবাদিকদের আরও বলেন, ‘লাশ দেখে মনে হয়েছে, আমার ছেলে আজ সকালেই মারা গেছে। কাল রাতে তাকে জীবিত উদ্ধার করা যেতো। উদ্ধার তৎপরতায় গাফিলতির কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে।’

শাহজাহানপুর থানার পুলিশের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেন নাসির। তিনি বলেছেন, শুক্রবার রাত আড়াইটার দিকে উদ্ধার কাজ চলার সময় মিডিয়া বিরক্ত করতে পারে বলে নিরাপত্তা দিতে পুলিশ আমাকে শাহজাহানপুর থানায় নিয়ে যায়। থানায় নিয়ে জিহাদ পাইপে পড়েনি বলে বক্তব্য দিতে পুলিশ আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে।

পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানান নাসির। নাসির বলেন, সেই পুলিশ কর্মকর্তা আমাকে বলেন, তোমার ছেলে পাইপে পড়ে যায়নি। তুমি তাকে লুকিয়ে রেখেছো। আমি তাকে বলি, আমি কেনো নিজের ছেলেকে লুকিয়ে রাখবো! তখন তিনি বলেন, তাহলে অন্য কেও লুকিয়ে রেখেছে, অপহরণ করতে পারে। আমি তাকে তবু বলতে থাকি, আমি একজন গরিব মানুষ- আমার ছেলেকে কেও কেনো অপহরণ করবে। পুলিশ কর্মকর্তা তখন আবারও বলেন, তাহলে তুমিই তাকে লুকিয়ে রেখেছো।’

নাসির ফকির জানান, তার ছেলের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

নাসির ফকিরের শ্যালক ও জিহাদের মামা মনিরও পুলিশের বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিহাদের বাবাকে না পেয়ে বিভিন্ন থানায় খোঁজ নিতে গিয়েও কোনো তথ্য পাইনি।’ নাসির ফকিরের খোঁজ নিতে গিয়ে জিহাদের আরেক মামা মঞ্জুকেও স্থানীয় ফাঁড়ির পুলিশ বেধড়ক মারপিট করেছে বলেও দাবি করেন মনির।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের পাইপে পড়ে যাওয়ার পর শিশু জিহাদকে উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। রাতভর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ব্যর্থ হয়। গতকাল শনিবার দুপুরে ফায়ার সার্ভিস শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করার ১০ মিনিটের মধ্যে বেসরকারি স্বেচ্ছাসেবীরা শিশু জিহাদের লাশ উদ্ধার করে।

This post was last modified on ডিসেম্বর ২৮, ২০১৪ 11:28 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে