দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনয় জগত মানেই আলোচনা সমালোচনা। কিন্তু কিছু কিছু অভিনয় শিল্পী রয়েছে যাদের সব সময় তাড়া করে ফেরে সমালোচনা। এমনই এক অভিনেত্রী প্রভা। এবার তিনি বলেছেন ভিন্নভাবে আসতে চান।
সমালোচনায় হোক আর যায়ই হোক না কেনো একটি কথা সত্যি যে অভিনয়ের ক্ষেত্রে প্রভার জুড়ি নেই। তাকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা থাকতে পারে কিন্তু টিভিতে তার অভিনয় দেখে খ্যাতি পেয়েছেন ব্যাপক। আর তাই তার বিষয়ে মানুষের জানার আগ্রহও অনেক। বর্তমানে তিনি টিভিতে নিয়মিত কাজ করছেন। কিন্তু নতুন বছরে প্রভা একেবারে ভিন্ন আঙ্গিকে পর্দায় হাজির হবেন- এমনটিই জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে তার নাটকের ঘাটতি হলেও টিভি নাটকে বর্তমানে তিনি বেশ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। মাঝে শোনা গেলো তিনি একটি ছবিতেও অভিনয় করবেন। যদিও সেই ছবির বিষয়ে এখনও ফাইনাল কিছু জানা যায়নি।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে। এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস। নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন প্রভা।
এছাড়া তার অভিনীত ‘শূন্য থেকে শুরু’ নামে আরও একটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি প্রচার চলতি নাটকগুলোর শুটিং কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।
‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’, ‘হাটখোলা’ টিভি নাটকগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিনি। এসব নাটক প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রভা বলেন, প্রচার চলতি নাটকগুলোর প্রতিটিরই গল্প খুব ভাল। এরই মধ্যে এগুলো দর্শক প্রশংসা পেয়েছে।
এদিকে প্রভা চলচ্চিত্রসহ টিভি নাটকে সকলকে তাক লাগাতে নতুন বছরে এক ভিন্ন আঙ্গিকে জনগণের সামনে আসবেন এমনটিই জানিয়েছেন। তবে সেই ‘ভিন্ন আঙ্গিক’টি আসলে কি সেটি তিনি খোলাসা করেননি। তার জন্য তিনি তার ভক্তদের অপেক্ষা করতে বলেছেন।
This post was last modified on জানুয়ারী ৬, ২০১৫ 10:07 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…