Categories: সাধারণ

বাজারে আসছে নতুন ‘সুপার ফোন’: ৩২০ গিগাবাইট এক স্মার্টফোনে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দিন যতো গড়াচ্ছে প্রযুক্তি ততোই এগিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সুবাদে মানুষ নানা সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন। প্রযুক্তির উৎকর্ষে ৩২০ গিগাবাইট এবার স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

Saygus-V-Squared-01Saygus-V-Squared-01

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো’তে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্রের স্বল্পপরিচিত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেগাস। বাজারের নামীদামি স্মার্টফোন নির্মাতাদের পেছনে ফেলে এবার সেগাস সুপরিসরের এমন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে এতে স্টোরেজ সুবিধা রয়েছে ৩২০ গিগাবাইট পর্যন্ত।

Related Post

জানা যায় যে, সেগাসের তৈরি এই স্মার্টফোনের নাম ‘ভি স্কয়ার’। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির অনবোর্ড মেমোরি ৬৪ গিগাবাইট। আর এই মোবাইলে ১২৮ গিগাবাইটের দুটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ৫ ইঞ্চি মাপের ফুল এইডি রেজ্যুলেশনের ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম প্রসেসর। আরও রয়েছে ৩ গিগাবাইট র‌্যাম সুবিধা। স্মার্টফোনটির পেছনে রয়েছে ২১ মেগাপিক্সেল এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাটারি হবে ৩ হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ারের। এতোসব সুবিধা স্মার্টফোনে। অনেকেই আশ্চর্য বোধ করলেও ঘটনাটি আসলে সত্যি।

সংবাদ মাধ্যম আরও বলেছে, এই স্মার্টফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬শ’ গিগাহার্টজ ওয়াই-ফাই ব্যান্ড সমর্থন এবং সামনে হারমান কার্ডন স্পিকার। স্মার্টফোনটিতে আরও রয়েছে শক্তিসাশ্রয়ী বিশেষ চিপ। যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি খরচ কমাতে সক্ষম। অন্যান্য ফিচারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন সুবিধাও রয়েছে।

সেগাসের তৈরি এই স্মার্টফোনটি নিয়ে ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি দুনিয়ায় এক বিশাল শোরগোল পড়ে গেছে। আর তাই এই ফোনটিকে বলা হচ্ছে, ‘সুপার ফোন’। জানা যায়, এই ফোনটির নকশার দিক হতেও ক্রেতাকে সন্তুষ্ট করতে সমর্থ হবে। কারণ হলো, বুলেটপ্রুফ পোশাক তৈরিতে যেসব কোটিং ব্যবহার করা হয়ে থাকে ফোনটির পেছনের কাঠামো তৈরিতেও সেই একই কেভলার কোটিং ব্যবহার করা হয়েছে। আবার এই স্মার্টফোনটি পানিপ্রুফও।

জানা গেছে, এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে ‘ভি-স্কয়ার’ স্মার্টফোনটি বাজারে ছাড়বে সেগাস। বাজারের গড় পড়তা হাই-এন্ড স্মার্টফোনের দামের থেকে অন্তত ১শ’ মার্কিন ডলার কম দামেই বিক্রি হবে এই ‘ভি স্কয়ার’ স্মার্টফোনটি।

This post was last modified on জানুয়ারী ১০, ২০১৫ 3:09 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ষাঁড়ের পিঠে লাফিয়ে উঠলো বাঘ: গলায় কামড় বসিয়ে পা ধরে ঝুলে পড়লো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গলের ভিতর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়। দূর হতে…

% দিন আগে

শেরপুর গারো পাহাড়ের পথ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে

গরমে প্রাণ ঠাণ্ডা রাখতে তরমুজের জুড়ি নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…

% দিন আগে

বাবা-মা-স্বামী ভিন্নধর্মের: তারপরও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া মির্জা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…

% দিন আগে

ভালোবাসা ‘প্রমাণ’ করতে প্রসবযন্ত্রণা সহ্য করার চ্যালেঞ্জ নিলেন তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অদ্ভুত ওই ঘটনাটি…

% দিন আগে

মেহেরপুরের ঐতিহাসিক মসজিদ করমদির গোসাইডুবি মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৭ চৈত্র ১৪৩১…

% দিন আগে