দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশীয়ার ডুবুরিরা বিমানের ২য় ‘ব্ল্যাকবক্স’ নামে পরিচিত ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করেছে।
বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানের মূল ব্ল্যাকবক্সটি উদ্ধারের একদিন পর ইন্দোনেশীয়ার ডুবুরিরা বিমানের ২য় ব্ল্যাকবক্স নামে পরিচিত ককপিট ভয়েস রেকর্ডারটিও উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার সকালে জাভা সাগর হতে ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করা হয় বলে ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিযে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
এই রেকর্ডারটির মাধ্যমে ককপিটের ভিতর পাইলটদের কথাবার্তা এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তাদের যোগাযোগের আদ্যোপান্ত জানা যাবে।
ইন্দোনেশীয় তল্লাশি এবং উদ্ধারকারী সংস্থার প্রধান তাৎক্ষণিকভাবে ভয়েস রেকর্ডার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে পরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
জানানো হয়েছে, উদ্ধার করার পর ভয়েস রেকর্ডারটি জাভা সাগরে ইন্দোনেশীয়ার বান্দা আচেহ নামের যুদ্ধজাহাজে রাখা হয়েছে। গতকাল সোমবার ফ্লাইট ডাটা রেকর্ডার নামের মূল ব্ল্যাকবক্সটি সাগর হতে উদ্ধার করে তীরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ইন্দোনেশীয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া হতে সিঙ্গাপুর যাওয়ার সময় প্রায় মাঝপথ হতে ১৬২ জন আরোহী নিয়ে ফ্লাইট কিউজেড৮৫০১ নিখোঁজ হয়। এরপর কয়েকদিনের ব্যাপক তল্লাশির পর জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এ পর্যন্ত ৪৮ জনের লাশও উদ্ধার করা হয়।
This post was last modified on জানুয়ারী ১৩, ২০১৫ 3:57 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…