দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক বছরের কোমায় থাকা রোগী জেগে উঠলো টাকার গন্ধে! চমকপ্রদ এমন ঘটনাটি ঘটেছে সম্প্রতি চীনের শেনঝেনের একটি হাসপাতালে।
চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছর ধরে বিছানায় কোমায় আচ্ছন্ন ছিলেন এক রোগী। বছরজুড়ে শত চিকিৎসা করা হয়েছে তাকে জাগানোর জন্য কিন্তু কাজ হয়নি। শেষ পর্যন্ত ওই রোগীর জ্ঞান ফিরেছে টাকার গন্ধে।
জিয়াও লি নামের ওই রোগী কোমায় যাওয়ার আগে সাইবার ক্যাফেতে বসে ব্যবসার নানা পরিকল্পনা নিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি গবেষণা করছিলেন। এই এক সপ্তাহ সময় তিনি পুরোপুরি নির্ঘুম কাটান। এমন অবস্থায় ২০১৩ সালের আগস্ট মাসে কোমায় চলে যান তিনি।
এরপর থেকে চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে কোমায় থাকেন জিয়াও লি। লি’র ইচ্ছা ছিল অনেক টাকা উপার্জন করার। হাসপাতালের এক নার্স বিষয়টি জানার পর কয়েকটি ব্যাঙ্ক নোট কোমায় আচ্ছন্ন লি’র নাকের কাছে ধরেন। আর তাতেই হলো কাজ; জেগে ওঠলো লি।
হাসপাতালের ডাক্তার লিউ তাং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা লি’র পরিবারকে জিজ্ঞাসা করি নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি লি’র কোনো দুর্বলতা রয়েছে কি-না। আমরা শুনলাম টাকার জন্য লি পাগল থাকতো।
তাই স্রেফ পরীক্ষামূলক একটা ১০০ ইউয়ানের নোট তার নাকের কাছে ধরা হলো, আর তাতেই কাজ হয়। টাকার গন্ধে লি’র হাতের আঙুল নড়ে ওঠে। যেনো নোটটা নেওয়ার চেষ্টা করছিল লি। তারপর চোখের পাতাও কাঁপতে শুরু করে লি’র।’ তবে লি’র পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটা সময় লাগবে।
This post was last modified on জানুয়ারী ২০, ২০২২ 12:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…