দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৫ সালের বিশ্বকাপে ১৪টি দলের মধ্যে সবচেয়ে তরুণ দল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের গড় বয়স সবচেয়ে কম বলেই সবচেয়ে তরুণ দল বলা হচ্ছে।
বয়সের মাপকাঠিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ১৪টি দলের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের গড় বয়স সবচেয়ে কম হওয়ায় তরুণ দল হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইএসপিএন ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা সবচেয়ে তরুণ খেলোয়াড় এরপর সবচেয়ে কম গড় বয়স আফগানিস্তানের ক্রিকেটারদের (২৫.০৫)।
অপরদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের গড় বয়স সবচেয়ে বেশি। এদের গড় বয়স ৩২.৪৮ বছর। সংযুক্ত আরব আমিরাত বাদে তিরিশের বেশি গড় বয়স রয়েছে কেবল গত দুই বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কান ক্রিকেটারদের (৩১.০৭)। এবারের ২০১৫ সালের সব মিলিয়ে বিশ্বকাপের খেলোয়াড়দের গড় বয়স ২৮.৪।
উল্লেখ্য, তবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফগানিস্তানের ১৮ বছরের উসমান গনি সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। এই ডানহাতি ব্যাটসম্যানের জন্ম হয়েছে ১৯৮৬ সালের ২০ নভেম্বরে। অপরদিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার থাকছেন দুইজন। সংযুক্ত আরব আমিরাতের খুররম খান এবং মোহাম্মদ তৌকির। এই দুজনেরই জন্ম ১৯৭১ এর ২১ জুন।
This post was last modified on জানুয়ারী ১৪, ২০১৫ 9:10 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন ভিটামিন কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লু অর্জুন অভিনীত বলিউডের বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। কিছুদিন…