দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুয়াশার ও অবরোধের কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ৪/৫ ঘণ্টা থেকে শুরু করে কখনও কখনও ৮/১০ ঘণ্টার লেট হচ্ছে ট্রেন।
ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ৪/৫ ঘণ্টা থেকে শুরু করে কখনও কখনও ৮/১০ ঘণ্টার লেট হচ্ছে ট্রেন। আর এই সিডিউল বিপর্যয়ের কারণ কুয়াশার ও অবরোধ। একদিকে চলছে টানা অবরোধ। অপরদিকে কুয়াশা সব মিলিয়ে ট্রেনের যাত্রীদের দুর্ভোগ এখন চরমে।
রেলওয়ে সূত্রে বলা হয়, অবরোধের কারণে এমনিতেই ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তারপর রয়েছে কুয়াশা। এমন সব কারণে ট্রেনের সিডিউল ঠিক থাকছে না। এমনও দেখা গেছে, দুপুর ১টায় যে ট্রেনের সময়, বিলম্বের কারণে সে ট্রেন ছাড়ছে কখনও কখনও রাত্রি ১২টায়। তাছাড়া প্রায় প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেক বিলম্বে আসছে এবং যাচ্ছে। এই অবস্থা শুরু হয়েছে অবরোধ শুরু হওয়ার পর।
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট স্টেশনেও প্রচুর যাত্রী দিনরাত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। অবরোধের কারণে বাস না থাকায় জরুরি যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনকেই বেছে নেওয়া হচ্ছে। কিন্তু সিডিউল বিপর্যয়ের কারণে জন সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
This post was last modified on জানুয়ারী ১৯, ২০১৫ 8:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…