দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টানা অবরোধের সঙ্গে দেশব্যাপি ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। গতকাল শনিবার নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
টানা অবরোধের সঙ্গে দেশব্যাপি ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। গতকাল শনিবার নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশীয়ার কুয়ালালামপুরে গতকাল মারা যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন হয়তো ২০ দলের কর্মসূচির পরিবর্তন আসতে পারে। কিন্তু সন্ধ্যায় বিএনপি’র সিনিয়র নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, নেত্রী কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য নেতা-কর্মী ও দেশবাসীদের আহবান জানিয়েছেন।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র ও বিএনপিসহ জোটের ১০ হাজার নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী আগামীকাল রবিবার ভোর ৬টা হতে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে দেশব্যাপী শান্তিপূর্ণ স্বতঃস্ফুর্তভাবেভাবে সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দেশব্যাপি অবরোধ ও হরতাল অব্যাহত থাকায় জীবন-যাত্রা এক দুর্বিষহ হয়ে পড়েছে। সারাদেশের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থার সুরাহা চান সাধারণ মানুষ।
This post was last modified on জানুয়ারী ২৪, ২০১৫ 10:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…