বিশ্বকাপ ক্রিকেটের কিছু অজানা তথ্য জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর ক’দিন পরেই বিশ্বকাপ ক্রিকেটর আসর বসছে। বিশ্ববাসী মেতে উঠবেন এই বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপ কবে কোথায় শুরু হয়েছে সেসব তথ্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই এই প্রতিবেদন।

খুব নিকটে বিশ্বকাপ ক্রিকেট। ১৪ ফেব্রুয়ারি হতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে একাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসরটি। দ্বীপ মহাদেশের ক্রিকেটযজ্ঞে টেস্ট খেলুড়ে দশটি দেশের সঙ্গে আইসিসির সহযোগী আরো চারটি দেশও অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

এখন জেনে নিন আগের বিশ্বকাপ গুলোর কিছু অজানা তথ্য:

Related Post

১৯৭৫ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়। ওয়ানডে ক্রিকেট প্রবর্তনের ৪ বছর পর। সেখানে ছিল ৮টি দল। ১৯৭১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের ৫ম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলে বিকল্প ভাবনার ফসল হিসেবে মূলত একটি ৬০ ওভার ম্যাচের আয়োজন করা হয়েছিল।

১৯৭৫ এবং ১৯৭৯ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের প্রথম দুটি বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪ বছর বাদে ১৯৮৩ সালের বিশ্বকাপেও ফাইনালে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে হেরে যায় ক্যারিবিয়রা। তারপর হতে আর কোনো বিশ্বকাপের ফাইনালেই নাম লেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

১৯৮৭ সালের ঘটনা। অ্যালান বোর্ডারের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এরপর টেস্ট ও ওয়ানডে পরবর্তী ২০ বছর এক প্রকার একচ্ছত্র রাজত্ব করে এসেছে তারা। ২০১১ সালে সেই বিক্রমে ছেদ টেনে ধরে ভারত।

১৯৮৩ সালের কাপ জেতার পর ২০১১ সালেও বিশ্বকাপ জেতে ভারত। ক্রিকেটের সর্বোচ্চ আসরে সফলতা লাভ করেছে উপমহাদেশের আরও দুটি দল শ্রীলঙ্কা ১৯৯৬ সালে ও পাকিস্তান ১৯৯২ সালে।

বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রানের রেকর্ড গড়েন ভারতের শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে এই রান সংগ্রহ করেন তিনি। আবার ক্রিকেট যজ্ঞে সর্বোচ্চ ছয় সেঞ্চুরিও ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রোর। অপরদিকে এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রানও লিটল জিনিয়াসের। ২০০৩ সালে তিনি ওই রেকর্ড গড়েন।

বিশ্বকাপে ৩৯ ম্যাচে সর্বোচ্চ ৭১ উইকেট পান গ্লেন ম্যাকগ্রা। ২০০৩ সালের বিশ্বকাপে মাত্র ১৫ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেন অসি পেস কিংবদন্তি।

বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তি রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের। ১৯৯৬ সালের বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮৮ রানের ইনিংস করেন প্রোটিয়া ব্যাটসম্যান।

বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ২০১৫ শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নের এমসিজিতে। ইংল্যান্ডের লর্ডসের পর পৃথিবীর দ্বিতীয় ক্রিকেট ভেন্যু হিসেবে দুটি ফাইনাল আয়োজনের কীর্তি দেখাবে অস্ট্রেলিয়ার বিখ্যাত এই ভেন্যুটি।

This post was last modified on ফেব্রুয়ারী ৫, ২০১৫ 2:55 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে

হৃদয় জুড়িয়ে যাওয়া মতো এক প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…

% দিন আগে

হার্টের জন্য অত্যন্ত উপকারী কাঁচকলা: কেনো খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…

% দিন আগে

শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিলো ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…

% দিন আগে

মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি বর্তমানে বাংলাদেশের বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…

% দিন আগে