দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে সহিংসতায় ইন্ধনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় ঢাকায় পাকিস্তানের এক কূটনীতিক জড়িত রয়েছেন- এমন অভিযোগ অস্বীকার করলো ইসলামাবাদ।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় ঢাকায় পাকিস্তানের এক কূটনীতিক জড়িত রয়েছেন- এমন অভিযোগ অস্বীকার করলো ইসলামাবাদ। মাজহার খান নামের ওই পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধে সাম্প্রতিক চলমান রাজনৈতিক সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ এনে তাকে ঢাকা ত্যাগের নির্দেশ দেয় বাংলাদেশ সরকার। কিন্তু ওই কূটনীতিকের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন সংকটের কথা উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে তাসনিম আসলাম বলেছেন যে, ‘তার (মাজহার খান) বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও এই ঘটনা দুঃখজনক। এই ঘটনা দুই দেশের মধ্যকার সম্পর্কের জন্য ক্ষতিকর।’ ঢাকা ছেড়ে মাজহার খান ইতিমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, বিশেষ সূত্রের বরাত দিয়ে ডন-এর খবরে বলা হয় যে, ঢাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশন শুধু চাপেই নেই, বাংলাদেশী গোয়েন্দা বাহিনীর তীক্ষ্ন পর্যবেক্ষণেও রয়েছে। বিভিন্ন বিষয়ে জবাবদিহি করতে হয় হাইকমিশনকে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে এসে ঠেকেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
This post was last modified on ফেব্রুয়ারী ৫, ২০১৫ 10:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…