দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়াত শিল্পীর স্মরণে আগামী ৬ মার্চ ঢাকায় শুরু হবে মান্না উৎসব। ১৭ ফেব্রুয়ারি প্রয়াত অভিনেতা মান্নার সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজন করা হচ্ছে মান্না উৎসব।
প্রয়াত অভিনেতা মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মাত্র ৪৪ বছর বয়সে এমন এক গুণি অভিনেতার সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজন করা হচ্ছে মান্না উৎসব। আয়োজন করছে মান্না ফাউন্ডেশন। আগামী ৬ মার্চ ঢাকায় এই উৎসব শুরু হবে।
আজ ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার জহির রায়হার কালার ল্যাবে এই উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান মান্না ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেলী মান্না।
মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য:
‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’, ‘দুই বধূ এক স্বামী’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’, ‘পিতা মাতার আমানত’ ইত্যাদি। তিনি দুইশ’রও বেশি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন কয়েকটি ছবি। ২০০৬ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মান্না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মান্না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, এস এম আসলাম তালুকদার ওরফে মান্না ১৯৬৪ সালের ১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে চলচ্চিত্রে যুক্ত হন জনপ্রিয় এই অভিনেতা মান্না।
This post was last modified on ফেব্রুয়ারী ৮, ২০১৫ 10:51 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…