দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য প্রযুক্তিকে বিশ্বময় ছড়িয়ে দিতে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫। সস্মেলনের উদ্বোধনী দিনে আলোচিত সম্মেলন ছিল ‘গুগল ইন বাংলাদেশ’ নামক গুগলের কনফারেন্সটি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ সস্মেলনের উদ্বোধনী দিনে গতকাল আলোচিত সম্মেলন ছিল ‘গুগল ইন বাংলাদেশ’ নামক গুগলের কনফারেন্সটি। সকলের সহায়তার মাধ্যমে গুগলের ব্যবহার আর কত সহজ এবং ব্যবহার উপযোগী হতে পারে এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভাটিতে অসংখ্য ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ ছিল লক্ষণীয় বিষয়।
গুগলের গতকালের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাভি রাজকুমার, গুগলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লিন হা ও গুগলের ট্রান্সলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যানি মেসার।
এই কনফারেন্সের মূল বিষয় ছিল কিভাবে গুগল কাজ করে, বাংলাদেশে গুগলের ব্যবহার ও গুগলকে আরও ব্যবহার উপযোগী করতে বাংলাদেশীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। তাদের ভাষ্যমতে, বর্তমানে বাংলাদেশে গুগল সার্চের ব্যবহার দিন দিন ব্যাপকভাবে বাড়ছে। বাংলাদেশ হতে বেশকিছু সংখ্যক ব্যক্তি গুগলের সঙ্গে কাজ করছে এবং তারা সার্চ ইঞ্জিন, ট্রান্সলেটর এবং গুগল ম্যাপ আরও উন্নত করার কাজে নিয়োজিত রয়েছেন বলে সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশের গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম জানান, এখন হতে শুধু গুগল ডুডলের মাধ্যমেই নয়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর নিকট তুলে ধরবে গুগল- এমনটা জানান তিনি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেব্রুয়ারির ৯ হতে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ আগামী ১২ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী এই মেলা চলবে।
This post was last modified on ফেব্রুয়ারী ১০, ২০১৫ 7:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…