দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটে আর কিছুক্ষণ পর বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে এই দলদুটির প্রথম ম্যাচ।
যতো সময় ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বেশি উৎসাহিত ও উদগ্রিব হয়ে আছেন। কারণ বাংলাদেশ এবারের বিশ্বকাপে আর কিছুক্ষণের মধ্যেই (৯.৩০) মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। আজকের ম্যাচকে নিয়ে পুরো দেশজুড়ে রয়েছে উত্তেজনা। আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাবে বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীরা এমনটিই আশা করছেন। দীর্ঘ প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে। তবে শেষ তক কি হয় তা কেওই বলতে পারছেন না।
এদিকে মাশরাফি বিন মর্তুজাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশ এর আগে আফগানিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি। জবাবে মাশরাফি বলেন, ‘আমরা তাদের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচ এশিয়া কাপে খেলেছি। তবে এর কিছুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা প্রতিশোধও নিয়েছি।’
এদিকে দু’দলের প্রথম দেখায় বাংলাদেশ হতে আফগানিস্তান ভালো খেলেছিল জানিয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, ‘আফগানিস্তান কোনো চাপে থাকবে না। বরং পুরো চাপটাই থাকবে বাংলাদেশের উপর।’
এখন কার কতটা চাপ সেটা বোঝা যাবে খেলা মাঠে গড়ানোর পর। এখন সময় বলে দেবে কে কিভাবে খেলবেন। তবে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের জয় দেখার জন্য। আমরা দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা আজ সফল হবেন সেই প্রত্যাশা আমাদের সকলের।
অধিনায়ক- মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক. মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও সৌম্য সরকার।
অধিনায়ক- মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসঘার স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই, নাজিবুল্লাহ জারদান, নাসির জামাল, মিরওয়াইস আশরাফ, গুলবাদিন নবী, হামিদ হাসান, দৌলাত জারদান, শাপুর জারদান, আফতাব আলম, জাভেদ আহমাদি ও ইসমান গনি।
This post was last modified on ফেব্রুয়ারী ১৮, ২০১৫ 12:07 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং এর সময় আহত হয়েছেন ঢাকাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইরিশ আইনপ্রণেতারা দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছেন। যেখানে ইহুদিবাদী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রান্না করতে গিয়ে গরম তেলে মোবাইল ফোন পড়তেই ঘটে গেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৫ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছু নিয়ম মেনে যোগাসন করলেই পাওয়া যাবে ফল। শরীর চাঙ্গা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আজ (শনিবার)…