ঝালমুড়ি দিয়েই বর্ষবরণ করলেন মুশফিকরা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জিম্বাবুয়ে গিয়ে পান্তা-ইলিশের খোঁজ! আর যাই হোক, পান্থা-ইলিশ খোঁজা বড়ই কঠিন কাজ। তাই সেদিকে না ছুটে দেশ থেকে সঙ্গে নিয়ে যাওয়া ঝালমুড়ি দিয়েই বর্ষবরণ করলেন মুশফিকরা। আজ বাদে কাল হারারে টেস্ট, তার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল।


‘প্রতিদিনই অনুশীলন হচ্ছে হারারে স্পোর্টস গ্রাউন্ডে। তামিম ইকবাল ছাড়া দলের মধ্যে আর কারও চোট-সংক্রান্ত সমস্যা নেই। সবাই এখন প্রথম টেস্টের জন্য মুখিয়ে আছে।’ গতকাল জিম্বাবুয়ের হারারে থেকে টেলিফোনে সংবাদ মাধ্যমকে মুশফিকদের টিম ম্যানেজার তানজীব আহসান সা’দ নিজেই জানালেন ক্রিকেটারদের বর্ষবরণের মেন্যুতে ঝালমুড়িই ছিল সবচেয়ে আকর্ষণীয় আইটেম। তবে এবারের জিম্বাবুয়ে সিরিজের মেন্যুতে আরও কিছু আকর্ষণীয় মেন্যু থাকছে ক্রিকেটারদের জন্য। যেমন এই সিরিজে ভালো করলে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে ছাপিয়ে ফের টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডারের জায়গাটি ফিরে পেতে পারেন সাকিব। এ মুহূর্তে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ক্যালিসের পয়েন্ট ৩৭৪, সাকিবের পয়েন্ট ৩৭১, দুই টেস্টের সিরিজের সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সই শীর্ষে পৌঁছে দিতে পারে তাকে, যদিও প্রথম টেস্টে সাকিবের বোলিং করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। হাঁটুতে অস্ত্রোপচারের পর এ মুহূর্তে ফিট থাকলেও বোলিংটা করছেন না তিনি নেটে। হারারেতেও শুধু নেটে ব্যাটিংটাই অনুশীলন করছেন। টিম ম্যানেজমেন্টের খবর, প্রথম টেস্টে তো নয়ই, সম্ভবত দ্বিতীয় টেস্টেও বল হাতে তুলবেন না সাকিব। শুধু ব্যাটিং করেও সাকিব তার র‌্যাংকিংটা বাড়াতে পারেন। এ মুহূর্তে টেস্ট ব্যাটিং তালিকায় সাকিবের অবস্থান ২৯তম। বাংলাদেশিদের মধ্যে তার পরই ৩১তম অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। গল টেস্টে দুইশ’ রান তোলার পর মুশফিকের র‌্যাংকিংও বেড়ে গিয়ে ৩৭ নম্বরে এসেছে। সে সঙ্গে বাংলাদেশি বোলারদের মধ্যেও র‌্যাংকিং বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। যেখানে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তালিকায় ১৫ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। তার পরই লম্বা দূরত্বে ৫৯ নম্বরে রয়েছেন সোহাগ গাজী। গতকাল আইসিসি থেকে ই-মেইল পাঠিয়ে বাংলাদেশিদের এই র‌্যাংকিং বাড়ানোর সুযোগের কথা জানিয়ে দেয়। তবে বাংলাদেশিদের চেয়েও এই সিরিজ জিম্বাবুয়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেননা নির্বাসন কাটিয়ে টেস্ট আঙিনায় ফিরে আসার পর এখনও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম টেস্ট খেলা সম্পন্ন হলেই তারা সেই তালিকায় উঠে আসবে। তবে হারারে পৌঁছেই সেখানকার মিডিয়ার সামনে জিম্বাবুয়ে দল নিয়ে প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ শেন জার্গেনসেন। ‘ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে কিছু হোমওয়ার্ক করতে হয়। আমরা জিম্বাবুয়েতে এসে এখন সেটাই করছি। জিম্বাবুয়ে ঘরের মাঠে খুব শক্তিশালী দল। তাদের তাই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।’ জার্গেনসেনের এ বক্তব্য দিয়েই জিম্বাবুয়ের দৈনিক দ্য স্ট্যান্ডার্ড শিরোনাম করেছেথ ‘জিম্বাবুয়ের প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছে বাংলাদেশ’। এর আগে বড় কোনো দল বাংলাদেশে এলে বারবার এমনটাই বলে গেছে, এবার বাংলাদেশের হয়ে কেউ বিদেশে গিয়ে ঠিক ওই সুরেই কথা বললেন।

Related Post

স্টাফ রিপোর্টার

Recent Posts

কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের…

% দিন আগে

‘ইনস্টাগ্রামে খারাপ মন্তব্য কেনো করলি’? পুলিশের সামনেই রাস্তায় চুলোচুলি চার তরুণীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা গেছে, মারপিট করতে করতে রাস্তায় পড়ে গিয়ে…

% দিন আগে

হাতি ও শ্রীলংকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে