দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিন নিবন্ধন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আর তাই কঠিন মনে করে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকি। কিন্তু ই-টিন নিবন্ধন অত্যন্ত সহজ। জেনে নিন কিভাবে করবেন এই কাজটি।
দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এসব দায়িত্বের মধ্যে একটি প্রধান দায়িত্ব হলো আয়কর দেওয়া। পূর্বে আয়কর দেওয়া ছিলো অনেক ঝামেলার কাজ। তথ্যপ্রযুক্তির যুগ আসায় এবার পাল্টে গেছে দেশের আয়কর সনদ বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট প্রদান পদ্ধতিও। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর যাকে আমরা TIN (টিআইএন) বলি। সেই টিন নিতে এখন আর কোন ঝামেলায় পড়তে হচ্ছে না। এটি সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালু করেছে ই-টিআইএন ব্যবস্থা। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই এখন সব কাজ হয়ে যাবে মুহূর্তেই। ওয়েব সাইটে কয়েকটি ক্লিক করেই সেরে নেওয়া যাবে যাবতীয় সকল কাজ।
আজকের টিউটোরিয়ালে তুলে ধরা হলো কিভাবে আপনি টিআইএনের জন্য অনলাইনে রেজিষ্টেশন করবেন। প্রথমেই আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। এরপর যে পেইজ চালু হবে সেখানে ইউজার নাম, পাসওয়ার্ড, ইমেইল আইডি, ফোন নম্বর ইত্যাদি তথ্য জানতে চাওয়া হবে। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর ক্যাপচার দিতে হবে। সব পুরা হল তারপর রেজিষ্টেশন বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার মুঠোফোনে একটা অ্যাকটিভিশন কোড চলে আসবে। এবার অনলাইনে সেই কোড লিখে দিন। এখন লগ-ইন করে টিআইএন রেজিস্ট্রেশনের ফরম পূরণ করুন।
আবার যাদের ১০ ডিজিটের পুরোনো নম্বর রয়েছে, তারা পুনরায় নিবন্ধন ট্যাবে ক্লিক করে নতুন ১২ ডিজিটের নম্বরও নিতে পারবেন।
অপশন ‘এ’ হতে করদাতার ধরণ নির্বাচন করত হবে। এই অপশনটিতে ৫টি অপশন দেওয়া রয়েছে।
বাংলাদেশ করদাতা (Individual -> Bangladeshi Resident):
যে সকল করদাতা বাংলাদেশী, যাদের ভোটার আইডি কার্ড রয়েছে। এছাড়া যাদের আয়ের প্রধান উৎস ব্যক্তিগত ব্যবস্থা, বেতন, পেশাগত, বাড়িভাড়া ইত্যাদি তাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।
অপরদিকে ‘বি’ অপশনটি হতে একজন করদাতা ‘major অথবা ‘minor’ নির্বাচন করতে পারবেন। যেসকল করদাতার বয়স ১৮ বছরের বেশি যেসকল করদাতা ‘major’ আর যে সব করদাতার বয়স ১৮ বছরের কম তাদের ‘minor’ অপশনে ক্লিক করে নির্বাচন করতে হবে।
এই অপশন হতে একজন করদাতা কি ধরনের রেজিষ্টেশন করবে তা নির্বাচন করতে হবে। এখানে অবশ্য দুইটি অপশন রয়েছে এক নতুন রেজিষ্টেশন ও দুই পুরনায় রেজিষ্টেশন।
যে সকল করদাতা বর্তমানে ১০ ডিজিটের টিআইএন এ রয়েছেন সেকল করদাতা অনলাইনে ১২ ডিজিটের টিআইএন নিতে হলে তাদেরকে অবশ্যই ‘Re-Registration’ অপশনটি সিলেক্ট করতে হবে।
যে সকল করদাতার পুরাতন কোন টিআইএন নেই তাদের অনলাইনে ১২ ডিজিটের টিআইএন নিতে হলে তাদেরকে অবশ্যই ‘new Registration’ অপশনটি নির্বাচন করতে হবে।
এই অপশনটিতে একজন করদাতা তার আয়ের প্রধান অংশনটি নির্বাচন করতে পারবেন। এতে ৪টি অপশন রয়েছে।
সেবা: যে সকল করদাতার আয়ের প্রধান উৎস বেতন। তাদেরকে ‘service’ অপশনটি নির্বাচন করতে হবে।
পেশা: যে সকল করদাতার আয়ের প্রধান উৎস পেশাগত যেমন আইনজীবি, ডাক্তার, প্রকৌশলী সে সকল কলদাতাকে ‘profession’ অপশনটি নির্বাচন করতে হবে।
ব্যবসা: যে সকল করদাতার আয়ের প্রধান উৎস ব্যবসা সেসকল করদাতা ‘business’ অপশনটি নির্বাচন করতে হবে।
অন্যান্য: সকল করদাতার আয়ের প্রধান উৎস সেবা, পেশা কিংবা ব্যবসা কোনটাই নয় তাদের ক্ষেত্রে ‘other’ অপশনটি নির্বাচন করতে হবে।
ফর্মের এই অপশনটগুলো হতেই সঠিক আয়ের উৎসটি নির্বাচন করতে হবে। এটি নির্বাচন করলে ‘Service Location and Type of Employer’ এই দুইটি অপশন চলে আসবে।
কর্মক্ষেত্র: ‘Service Location’ অপশনটিতে দেশের সবকটি জেলা অর্থাৎ ৬৪টি জেলার নাম লিস্ট আকারে পাওয়া যাবে। সেখান হতে করদাতার কর্মক্ষেত্রের স্থানটি নির্বাচন করে দিতে হবে।
কর্মের ধরণ: ‘Employer Type’ অপশনটি হতে করদাতার কাজের ধরণ নিধারণ করতে হবে। উদাহরণ স্বরূপ ব্যাংকে কাজ করলে ‘bank’ অপশনটি নির্বাচন করতে হবে। তারপর ‘Go to Next’ বাটনে ক্লিক করতে হবে।
এই অপশনটিতে ঢোকার পর করদাতার সকল তথ্য প্রদান করতে হবে। যেমন করদাতার নাম, জাতীয় পরিচিয় নম্বর, করদাতার জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি। এই তথ্যগুলো দিতে হবে অবশ্যই করদাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী।
এই অংশে একজন করদাতার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ও অন্যকোন ঠিকানা চাইলে তা সঠিকভাবে দিতে হবে। এক্ষেত্রে করদাতাকে অবশ্যই বর্তমান ঠিকানা এবং জেলার নাম দিতে হবে। তবে করদাতা ইচ্ছে করলে থানার নাম এবং পোস্ট কোডও দিতে পারবেন। যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে শুধু বর্তমান ঠিকানা দিলেই হবে। সেক্ষেত্রে ‘same as current address’ চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তবে করদাতা চাইলে অফিস অথবা অন্য যে কোন ঠিকানা দিতে পারবেন। ‘Address Information বা ঠিকানার তথ্য প্রদান করা হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ‘go to next’ বাটনে ক্লিক করুন।
একজন করদাতা যে সকল তথ্যগুলো পূরণ করেছেন সেগুলো সঠিক রয়েছে কিনা তা এই অপশনে দেখা যাবে। চাইলে যে কোন তথ্য পরিবর্তনও করতে পারবেন। কোন তথ্য ভুল দিয়ে ফেললে তা ঠিক করার জন্য ‘back previous’ বাটনটি ক্লিক করতে হবে।
সব হয়ে গেলে এরপর ‘submit application’ বাটনে ক্লিক করুন। তাহলে টিআইএন নম্বর ও সাটিফিকেট তৈরি হবে।
সব শেষ হলে টিআইএন সার্টিফিকেট দেখতে ‘view certificate’ বাটনে ক্লিক করুন। তখন টিআইএন সার্টিফিকেট দেখতে পাবেন।
কারদাতা যে তথ্যগুলো পূরণ করবেন তা এখানে দেখা যাবে। উপরোক্ত তথ্যগুলো ধাপে ধাপে পূরণের মাধ্যমে একজন করদাতা ই-টিআইএন চালু করতে পারেন। রেজিস্ট্রেশন পেইজ ওপেন না হলে বা কোনো সমস্যা হলে ঘাবড়ে যাবেন না। সমস্যা সমাধানে এখানে ক্লিক করে সাহায্য নিন। তথ্যসূত্র: hifipublic.com এর সৌজন্যে।
This post was last modified on এপ্রিল ৩, ২০১৫ 12:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…