Categories: সাধারণ

৬ মে থেকে দেশ চালাবে হেফাজত!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নাস্তিকদের পক্ষ ছেড়ে তৌহিদি জনতার পক্ষে না আসলে আগামী ৫ মে ঢাকা অচল করে দেয়া হবে সরকারের প্রতি হুশিয়ারি দিয়েছেন হেফাজত নেতারা। তারা বলেন, দাবি না মানলে পরদিন থেকে দেশ চালাব আমরা। একই সঙ্গে শাহবাগের গণজাগরণ মঞ্চ বন্ধ করে দিতেও তারা সরকারের প্রতি আহ্বান জানান।
HefajotHefajot

হেফাজত নেতারা বলেন, নাস্তিক বাম ও রামদের পক্ষ ছেড়ে তৌহিদি জনতার পক্ষে না আসলে আগামী নির্বাচনে এর কঠোর জবাব দেয়া হবে। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের মোহাম্মদপুর জোনের উদ্যোগে অনুষ্ঠিত শানে রাসূল (সা.) সমাবেশে নেতারা এসব কথা বলেন।

বহু ওলামায়ে কেরাম ও হাজার হাজার তৌহিদি জনতার অংশগ্রহণে মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী। মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে- মাওলানা আবদুল হামিদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতী মাহফুজুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা যুবায়ের আনসারী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা তালহা, মাওলানা হাফেজ যুবায়ের, মাওলানা লোকমান আমীন, মাওলানা নোমার মুহিব্বুল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা খালেদ কুব্বাদী, মাওলানা ফয়সাল, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইলিয়াস, মাওলানা সোলাইমান, মাওলানা মিযানুর রহমান, মুফতি আশরাফুজ্জামান ও মুফতি শাহাদাত হুসাইন প্রমুখ বক্তৃতা করেন।

শায়খুল হাদিস আশরাফ আলী বলেন, নাস্তিকদের পক্ষ না ছাড়লে এ সরকারের রক্ষা নাই। ৫ মের আগেই হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় ঢাকা অচল করে দেয়া হবে। মধুপুরের পীর মাওলানা আবদুল হামীদ বলেন, ৫ তারিখের পূর্বেই ১৩ দফা মানতে হবে। মাওলানা নিজামপুরী বলেন, ১৩ দফার যে আন্দোলন শুরু হয়েছে, সরকার যদি তা না মানে, তাহলে এ আন্দোলন কোথায় গিয়ে শেষ হবে তাদের জানা নেই। মাওলানা মাহফুজুল হক বলেন, বর্তমান সরকার গুটিকয় নাস্তিকদের ভোটে ক্ষমতায় আসেনি। এদেশের তৌহিদি জনতাও তাদের ভোট দিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন তারা করবে না। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সেসব ভুলে গেছে। হেফাজত নেতারা আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেয়া প্রতিশ্রুতি ভুলে এ সরকার সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। নাস্তিকদের খুশি করতে কোরআন বিরোধী নারীনীতি প্রণয়ন করেছে। তারা শাহবাগে নাস্তিকদের মঞ্চ বন্ধ করে দিতেও সরকারের প্রতি আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার

Recent Posts

ষাঁড়ের পিঠে লাফিয়ে উঠলো বাঘ: গলায় কামড় বসিয়ে পা ধরে ঝুলে পড়লো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গলের ভিতর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়। দূর হতে…

% দিন আগে

শেরপুর গারো পাহাড়ের পথ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে

গরমে প্রাণ ঠাণ্ডা রাখতে তরমুজের জুড়ি নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…

% দিন আগে

বাবা-মা-স্বামী ভিন্নধর্মের: তারপরও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া মির্জা! কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…

% দিন আগে

ভালোবাসা ‘প্রমাণ’ করতে প্রসবযন্ত্রণা সহ্য করার চ্যালেঞ্জ নিলেন তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অদ্ভুত ওই ঘটনাটি…

% দিন আগে

মেহেরপুরের ঐতিহাসিক মসজিদ করমদির গোসাইডুবি মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৭ চৈত্র ১৪৩১…

% দিন আগে