দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন রাষ্ট্রপতি আবদুল হামিদ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ক্লান্তিকাল নিরসনে দেশবাসির কাছে দোয়া কামনা করলেন নবনির্বাচিত রষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ। স্বাধীনতা পুরস্কার-২০১৩ পাপ্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ সবার কাছে আর্শিবাদ কামনা করেন।


ভারপ্রাপ্ত স্পিকার কর্ণেল(্‌অব.) শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রপতি আরও বলেন, আমি অসময়ে এবং এক ক্লান্তিলগ্নে এই মহান দায়িত্ব পেয়েছি। আমি জানিনা কিভাবে ইজ্জতের সাথে এই দায়িত্ব পালন করবো। এজন্য আমি সংসদ সদস্যসহ দেশবাসির কাছে দোয়া কামোনা করি। তিনি বেদনাবিধুর কন্ঠে অশ্রু ঝরা চোখে বলেন, আমি চাইনা এ সংসদ থেকে বিদায় নিতে। এই সংসদ ছেড়ে থাকাটা আমার জন্য কঠিন হবে।

তিনি আরও বলেন, আমি অসময়ে রাষ্ট্রপতির দায়িত্বে এসেছি। এজন্য তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, সংসদ আমার আত্মার আত্মীয়। আমার বাসস্থান বঙ্গভবন হলেও আমি বেশি বেশি সংসদে আসবো। এটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারবেন না। তিনি বলেন, মরহুম জিলস্নুর রহমানের দায়িত্ব আমার উপর আসবে এটা আমি কল্পনাও করতে পারি নি। আমার অযোগ্যতা সত্বেও আমার উপর এই মহান দায়িত্ব অর্পিত হয়েছে।

রাষ্ট্রপতি সংসদের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে, আপনারা আমার কাছে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার। তিনি বলেন, আমি নিজে কষ্ট করেছি অথচ সংসদের টাকা অপচয় করিনি। আমি কৃপনতা করেছি, এজন্য আমাকে সংসদ সদস্যরা কৃপন মানুষ বলতো। বরং আমি এটাকে হাসিমুখে বরণ করে নিয়েছি। কিন্তু ছাত্র জীবনে আমি ুোরছে টাকা খরচ করেছি।

নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, আমি অর্থমন্ত্রণালয়কে ৩-৪ কোটি টাকা দিয়েছি যা অন্য স্পিকাররা পারেণনি। তিনি দাবি করে বলেন, আমি সংসদ থেকে ৭৫ শতাংশ দূর্নীতি দূর করতে পেরেছি।

মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটি পবিত্র কোরআন তেলাওয়াত, গিতা, ত্রিপিটক, বাইবেল পাঠের মাধ্যমে সংসদ ভবনের এলডি হলে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সংবর্ধনা অনুষ্ঠান ২৪ এপ্রিল হওয়ার কথা ছিল।

Related Post

অনুষ্ঠানে স্বাধীনতা পদক সম্মানা পত্র পাঠ করেন, সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। রাষ্ট্রপতি বক্তব্যের আগে তাকে ক্রেষ্ট ও সম্মাননা পদক দেয়া হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে অবদানের জন্য গত ২৫ মার্চ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ স্বাধীনতা পদকে ভূষিত হন।

অনুষ্ঠানে সংসদ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত স্পিকার কর্ণেল শওকত আলী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ, সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহম্মেদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরুঞ্জিত সেন গুপ্ত, মাইন উদ্দিন খান বাদল, হুইপ সাগুপ্তা ইয়াসমিন এমিলি। এছাড়া মন্ত্রী ও সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সৌজন্যে : বাংলাদেশ নিউজ২৪ডটকম)

This post was last modified on এপ্রিল ২৩, ২০১৩ 4:52 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’ এখন ইউটিউবে [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…

% দিন আগে

দড়িতে পোষা কচ্ছপ বেঁধে বেড়াতে বেরোলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…

% দিন আগে

সুন্দর এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

ওজন কমাতে কোনটি বেশি উপকারী জগিং নাকি সাইকেল চালানো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…

% দিন আগে

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে