দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন এক জমজ বোনের কাহিনী আজ রয়েছে যাদের শুধু জন্মই নয়, মৃত্যুর সময়েও রয়েছে দারুণ এক মিল।
যমজ দু’বোন। কয়েক মিনিটের ব্যবধানে জন্মেছিল এরা দু’জন। এরপর দীর্ঘ পথ চলা দুই বোনের। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এক শতক ধরে এক সঙ্গে থেকেছেন ইংল্যান্ডের ফ্লোরেন্স ডেভিস এবং গ্লেনস থমাস নামে জমজ দু’বোন। এ বছর নভেম্বরে তাঁদের বয়স হওয়ার কথা ১০৪ বছর। তবে তার আগেই পথ চলা শেষ হয়ে গেলো দু’বোনের। তবে মজার বিষয় হলো জন্ম যাদের একসঙ্গে মৃত্যুও হলো প্রায় একইসঙ্গে।
এক বোন গ্লেনস থোমাস মারা যান ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। একমাস মাসের আগেই অপর বোন ফ্লোরেন্সও মারা যান। দিনটি ছিল বুধবার, ২০ মে। জমজ এই দু’বোন থাকতেন অবারমিল কেয়ার হাউসে।
অবারমিল কেয়ার হাউসের ম্যানেজার ক্রিসটাইন টিপার জানান, ‘তাদের অসম্ভব আত্মিক সম্পর্ক থাকায় হয়তো তাদের মৃত্যুও প্রায় একই মাসে হলো। পৃথিবীতে কোনো জমজ মহিলার এমন মিল আগে দেখা যায়নি।’
এই জমজ দু’বোন ফ্লোরেন্স ও গ্লেনসের জন্ম হয়েছিল ১৯১১ সালের ১২ নভেম্বর। ৫ সন্তান, ১২ জন নাতি নাতনি এবং ১৯ জন পৌপুত্র-কন্যার এক বিশাল পরিবার রেখে গেছেন এই জমজ দু’বোন। তথ্যসূত্র: http://salud.facilisimo.com
This post was last modified on জুলাই ৯, ২০২১ 9:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…