দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি ও হালের ব্যাপক আলোচিত অভিনেত্রী পরীমনি একসঙ্গে ‘সোনাবন্ধু’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।
প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে দুই আলোচিত নায়িকা পপি এবং পরীমনিকে। আলোচিত এই দুই নায়িকা একসঙ্গে অভিনয় করছেন ‘সোনাবন্ধু’ ছবিতে। ছবিটিতে পপি এবং পরীমনির নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় টিভি অভিনেতা ডিএ তায়েব।
তায়েব এবং পরীমনিকে নিয়ে ছবির শুটিং আগে শুরু হয়। তবে গত শুক্রবার হতে এ ছবির শুটিংয়ে অংশ নেন পপি। পপি জানান, ‘সোনাবন্ধু’ ছবিটি গ্রামীণ পটভূমিকায় একটি ত্রিভুজ প্রেমের ছবি। ‘সোনাবন্ধু’ ছবির চরিত্রটি আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া ডিএ তায়েবের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। সঙ্গে রয়েছেন পরীমনি। সব মিলিয়ে মন হতেই আমি কাজটি করছি। আশা করি ছবিটি ভালো হবে।
‘সোনাবন্ধু’ ছবির পরিচালক জাহাঙ্গীর আলম সুমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘সোনাবন্ধু’ একটি সুন্দর ছবি হিসেবে দর্শকদের সামনে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
This post was last modified on জুন ১৬, ২০১৫ 3:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…