Categories: সাধারণ

ব্যাংক থেকে ২৩ কোটি টাকা তুলে নিয়ে রানা উধাও!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাভারের ধসেপড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা বিদেশে পাড়ি জমিয়েছেন এমন খবর পত্র-পত্রিকায় গত কয়েকদিন ধরেই প্রকাশিত হচ্ছে। দুর্ঘটনার দিন বুধবার ও বৃহস্পতিবার সোহেল রানা তার ঘনিষ্ঠ এক সহযোগীকে দিয়ে সাভারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৩ কোটি টাকা তুলেছেন। ধারণা করা হচ্ছে এসব টাকা নিয়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন।


এদিকে ভবনধসের চারদিন পার হয়ে গেলেও সোহেল রানাকে পুলিশ ও গোয়েন্দারা খুঁজে বের করতে পারেননি। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে সুনির্দিষ্ট মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

অপরদিকে গত বুধবার সাভার থানায় রানাসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা হয়। এর মধ্যে রানার বাবা আব্দুল খালেকও রয়েছেন। বাকি তিনজন হলেন- গার্মেন্টস মালিক আনিসুর রহমান, আদনান ও তাপস। একটি মামলা দায়ের করেছে রাজউক। ওই মামলায় রানাই শুধু আসামি। বাকি মামলাটি হত্যামামলা। ওই মামলায় পাঁচজন আসামি। এ বিষয়ে সাভার থানার ওসি আসাদুজ্জামান বলেন, সোহেল রানাকে আমরা হন্যে হয়ে খুঁজছি। এছাড়া আরও ৫ মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সোহল রানা সাভারের বিধ্বস্ত রানা প্লাজার মালিক ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। কিন্তু এনিয়ে চলছে নানা বিতর্ক। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন, রানা যুবলীগের কেও নন। কিন্তু রানা যুবলীগ নেতা পরিচয় দিয়ে সাভারের বিভিন্ন জায়গায় স্থানীয় সাংসদের ছবি ব্যবহার করে পোস্টারিংও করেছেন।

২০০৩ সালে একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন রানা। ২০০৮ সালে রানা প্লাজার অভ্যন্তরে নিহত যুবলীগ নেতা গাজী আবদুল্লাহ খুনের মামলায় এক নম্বর আসামি ছিলেন তিনি। তবে তদন্তের পর পুলিশের অভিযোগপত্র থেকে রানার নাম বাদ পড়ে যায়। এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালের ভিপি হেলাল গুম ও হত্যার অভিযোগ রয়েছে। তবে সে মামলার আসামির তালিকায়ও রানার নাম ছিল না। স্থানীয়রা অভিযোগ করেন- ভিপি হেলালের জায়গা দখলের অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। (সৌজন্যে: দৈনিক আমাদের সময়)।

এহেন পরিস্থিতিতে রানার সকল ব্যাংক একাউন্ট জরুরি ভিত্তিতে ফ্রিজ করা দরকার বলে অভিজ্ঞ মহলের মত।

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাহাড়-পর্বতের এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সন্তানের শরীরচর্চা নিয়ে চিন্তিত না হয়ে জিম, যোগাসন ও আর যা শেখানো যেতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পড়াশোনার জন্য দিনের বেশির ভাগ সময় কম্পিউটারে চোখ রাখতে…

% দিন আগে

ডিবিএইচের ময়মনসিংহ শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারাগুলো সরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবিবার (১২ মে) সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায়…

% দিন আগে

তাহসান দীর্ঘ ৮ বছর পর আবারও নতুন করে গাইলেন ‘কে তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৮ বছর পূর্বে ‘কে তুমি’ শিরোনামে একটি গান গেয়েছিলেন জনপ্রিয়…

% দিন আগে

তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্ক করলো ইরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হওয়ার শঙ্কার…

% দিন আগে