দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌসুমী অভিনয় করলেন ছেলের টেলিফিল্মে। ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এলাহী ঈদের জন্য নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’। এটিতেই অভিনয় করলেন মৌসুমী।
ছেলে ফারদিন এলাহীর টেলিফিল্মে চিত্রনায়িকা হয়েই অভিনয় করেছেন মৌসুমী। ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এলাহী এবারের ঈদের জন্য নির্মাণ করলেন টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’। জানা গেছে, ঈদের ৫ম দিন বিকেল সাড়ে ৪টায় এই টেলিফিল্মটি প্রচার হবে চ্যানেল আইয়ে।
সংবাদ মাধ্যমকে নির্মাতা ফারদিন বলেন, ‘আম্মুকে দেখা যাবে নিজের চরিত্রেই। গল্পের প্রয়োজনেই তাকে এখানে নেওয়া হয়েছে। টেলিফিল্মে আম্মুর চরিত্রটির নামও চিত্রনায়িকা মৌসুমী। খুব ছোট একটি চরিত্র। কিন্তু দর্শকের মধ্যে ভিন্ন রকম এক ভালো লাগা তৈরি করবে। এই টেলিফিল্মের এটিই চমক। সবকিছু এখনই প্রকাশ করতে চাইনা আমরা। দর্শকের জন্য চমক রেখেছি।’
তবে এই টেলিফিল্মটিতে ফারদিনের পিতা নায়ক ওমর সানী অভিনয় করেছেন বডিগার্ড ইব্রাহীম চরিত্রে। অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুজানা প্রমুখ। টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’-এর পুরো গল্প এ্যাকশন ধাঁচের।
উল্লেখ্য, ফারদিন এর আগে ‘ব্ল্যাক এপার্ট’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
This post was last modified on জুলাই ৬, ২০১৫ 5:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…