দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই ফেসবুক ব্যবহার করে। ফেসবুক এ তথ্য দিয়েছে। সারাবিশ্বে ৩শ’ কোটির বেশি মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে।
পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেকই ফেসবুক ব্যবহার করে। ফেসবুক এ তথ্য দিয়েছে। সারাবিশ্বে ৩শ’ কোটির বেশি মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে। ফেসবুক বলেছে, তাদের হিসাবে বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহার করে থাকে।
তাদের মতে, ৩শ’ কোটির অর্ধেক অর্থাৎ ১৫০ কোটির বেশি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের হিসাবে এদের অন্তত ৬৫ শতাংশ দিনে একবার ফেসবুকে প্রবেশ করে। সেই হিসাব মতে অবশ্য মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মোটেই ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক বলছে, ক্রমেই দিনকে দিন তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
আমেরিকার ফেসবুক ব্যবহারকারী প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার তাদের স্মার্ট ফোনের ফেসবুকে চোখ রাখে।
বিবিসির খবরে বলা হয়, গত তিন মাসের তুলনায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৩ শতাংশ বেড়েছে বলে ফেসবুক দাবি করেছে। যে কারণে ফেসবুক কোম্পানির আয়ও বেড়েছে ৩৯ শতাংশ, যা অর্থমূল্যে ৪শ’ কোটি ডলারেরও বেশি- এমনটিই বলা হয়েছে।
This post was last modified on আগস্ট ৫, ২০১৮ 7:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…