The world's shortest man Chandra Bahadur Dangi greets the tallest living man Sultan Kosen to mark the Guinness World Records Day in London November 13, 2014. Kosen measuring 251cm, towers over Dangi who is only 54.6cm tall. The Guinness World Records celebrates its 60th edition of the annual records book. REUTERS/Luke MacGregor (BRITAIN - Tags: SOCIETY TPX IMAGES OF THE DAY)
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লম্বা ও খাটো মানুষদের নিয়ে আমাদের সমাজে রসিকতার শেষ থাকে না। বেশি লম্বা হলে যেমন পড়তে হয় বিড়ম্বনায় তেমনি বেশি খাটো হলেও বিড়ম্বনার শেষ থাকে না। আজ এমন লম্বা ও খাটো ব্যক্তির কাহিনী রয়েছে।
লম্বা ও খাটো মানুষদের নিয়ে আমাদের সমাজে রসিকতার শেষ থাকে না। বেশি লম্বা হলে যেমন পড়তে হয় বিড়ম্বনায় তেমনি বেশি খাটো হলেও বিড়ম্বনার শেষ থাকে না। আজ এমন লম্বা ও খাটো ব্যক্তির কাহিনী রয়েছে।
গত বছরের নভেম্বরে দুই বিপরিত ক্ষেত্রের দুজনের দেখা হয়েছিল। এই দুজনই আবার স্ব স্ব ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত। এদের মধ্যে একজন হলেন নেপালের চন্দ্র বাহাদুর ডাঙ্গি বিশ্বের সবচেয়ে খাটো মানুষ।
অপরদিকে পাহাড়ের মতো উচ্চতা তুরস্কের নাগরিক সুলতান কোসেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। এতো লম্বা ও এতো খাটো মানুষকে নিয়ে তাই বিশ্ববাসীর যেনো আগ্রহের শেষ নেই। গত বছরের নভেম্বরে তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আর তখন বেশ হৈ হৈ রৈ রৈ পড়ে যায় বিশ্বময়। তাদের এই ছবিটি তখন হতেই মানুষের কাছে এক বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুজনকে একসঙ্গে দেখে মানুষ আরও বেশি আগ্রহ দেখিয়েছেন তাদের নিয়ে।
এদের দুজনের মধ্যে সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুরের দেহের উচ্চতা মাত্র ১ ফুট ৯.৫ ইঞ্চি (বা ৫৪.৬ সেন্টিমিটার)। আর সবচেয়ে লম্বা মানুষটি অর্থাৎ তুরস্কের নাগরিক কোসেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি (বা ২.৫১ মিটার)।
দুই বিপরিত মানুষের এমন একসঙ্গে হওয়া সত্যিই বিস্ময়ের বিষয় ছিল। তাই তাদের নিয়ে বিশ্বের অগণিত মানুষের মধ্যে আগ্রহের যেনো শেষ ছিল না। এই সুবাদে বিশ্বের মিডিয়াগুলোও যেনো মেতে ওঠে। তাদের নিয়ে শুরু হয় লেখা-লেখি। বিশ্বের টপ আলোচিত ব্যক্তিতে পরিণত হয় এই দুই ব্যক্তি। তারা কিভাবে চলাফেরা করেন, কি খান, তাদের ভবিষ্যত পরিকল্পনা এমন নানা বিষয়গুলো তাদের কাছে জানার জন্য এগিয়ে যায় মিডিয়াকর্মীরা। তারা অনেকটা অস্থির হয়ে পড়েন মিডিয়ার দৌরাত্মে! তবুও তারা বিরক্তি প্রকাশ করেননি। বরং তারা বলেছেন, মিডিয়ার বদৌলতেই আমাদের এই উত্থান। তা না হলে কে আমাদের কথা জানতো? আর তাই কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন দুই বিখ্যাত খাটো ও লম্বা মানুষ।
This post was last modified on জুন ২৯, ২০২৫ 3:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…