দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শনীতে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে এই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি তার মনোভাবে জানিয়েছেন তিনি মোটেও হতাশ নন।
সাভারের রানা প্লাজার বহুল আলোচিত ভবন ধ্বসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে চলচ্চিত্রটির প্রদর্শনী এবং সম্প্রচারে ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেটের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
সাইমন-পরীমনি অভিনীত চলচ্চিত্রটির ওপর নতুন এই নিষেধাজ্ঞার ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা।
ছবিটির পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, ‘যখন ভালো ছবি না হওয়ার অভিযোগ উঠেছে, ঠিক তখন আমরা ভালো একটা বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি। ছবির গল্পে আমরা এ রকম কিছু রেখেছি, যাতে জনসচেতনতা বাড়ে। গার্মেন্টসকর্মীরাও সচেতন হতে পারবে এবং অনেক কিছু শিখতেও পারবে। এটাই ছিল আমাদের ছবির প্রধান লক্ষ্য। কিন্তু এতদিন সেন্সরে ছবিটি আটকে থাকলো আবার এখন আদালত নিষেধাজ্ঞা জারি করেছে এটা খুবই দুঃখজনক।’
ছবির নায়িকা পরীমনি বলেন, ‘যখন সেন্সরে ছবিটি আটকে ছিল, তখন আমি খুব কান্নাকাটি করেছিলাম। এখন আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। আমার মনে হয় এতে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়বে। এই বিষয়টি নিয়ে আমার মধ্যে মোটেও হতাশা কাজ করছে না। আমি সব সময় বলেছি, এখনও বলছি ‘রানা প্লাজা’ ছবির নির্মাণ অসাধারণ হয়েছে।’
উল্লেখ্য, সাভারের রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ হতে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত হয় ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি। দুই ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে আটকে ছিল। বেশ কয়েক দফা সেন্সর বোর্ডের কাটছাঁটের পর ১৬ জুলাই ছাড়পত্র পায়। ছবিটি ৪ সেপ্টেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল।
This post was last modified on আগস্ট ২৪, ২০১৫ 8:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…