শোবার ঘরকে প্রশান্তিময় করতে আপনার করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ঘরে আপনি ঘুমান সে ঘর অবশ্যই প্রশান্তিময় হওয়া দরকার। তাই শোবার ঘরকে প্রশান্তিময় করতে আপনার করণীয় বিষয়গুলো জেনে নিন।

যে ঘরে আমরা রাতে ঘুমায় সে ঘরটি প্রশান্তিময় হওয়া দরকার। তবে এটি করতে যে আপনাকে ব্যয় করতে হবে তা কিন্তু নয়। আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে। তাহলে রাতে শোবার ঘরকে আপনি প্রশান্তিময় বা আরামদায়ক করতে পারবেন। এর জন্য আপনাকে বেশ কিছু কাজ করতে হবে।

Related Post

একটু গুছিয়ে সুন্দর ছিমছাম করে তুলতে হবে শোবার ঘর। যেমন অয়্যারড্রপ, লকার তার পাশাপাশি হয়তো ছোট একটি চেয়ার কিংবা সোফা, খাটের পাশে ছোট একটা টেবিল রাখা যেতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, তাহলো শোবার ঘরকে প্রশান্তিময় করে তুলতে কি কেবল আসবাবপত্রই যথেষ্ট নয়। আর তাই ঘরকে প্রশান্তির স্থান করে তোলার জন্য ঘরের কিছু জিনিস অবশ্যই থাকা দরকার।

ঘরের রঙে পরিবর্তন আনুন:

আপনার শোবার ঘর ঠিক এমনটায় হওয়া উচিত, যেখানে প্রবেশ করলেই আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং প্রশান্তি লাভ করবে। কারণ হলো দীর্ঘদিন ধরে ঘরের একই রঙ আপনার কাছে একঘেয়ামী মনে হতে পারে। তাই ঋতুর সঙ্গে তাল মিলিয়ে ঘরের রঙে বৈচিত্র আনতে চেষ্টা করুন। যেমন এখন শরৎ কাল তাই ঘরকে সাদা আর আকাশী রঙে সাজাতে পারেন। আবার ঘরের দেওয়ালে কাশফুলের কোন ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন। তবে শীতকালে ঘরের রঙ করতে হবে গাঢ় রঙের। আর গ্রীষ্মে অপেক্ষাকৃত হালকা রঙ হলে ভালো হয়।

নরম কুশন:

আপনার ঘরকে প্রশান্তিময় করতে কুশন এর গুরুত্ব রয়েছে। এটি আপনাকে আরাম প্রদান করবে। যখন আপনি পিঠে কিছুর সাপোর্ট দিয়ে বসতে চাইছেন তখন অবশ্যই কুশন ব্যবহার করতে পারবেন। আবার একটু কাত হয়ে খানিকটা সময় থাকতে চাইলেও কুশন ব্যবহার করা দরকার। শোবার ঘরে যদি ছোট সাইজের সোফা রাখেন, তাহলে সেখানে দু’চারটি কুশন রাখতে পারেন। তাছাড়া এই কুশনগুলো আপনার শোবার ঘরের সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেবে।

ঘর রাখতে হবে জীবন্ত:

আপনার শোবার ঘরকে প্রশান্তিময় করার জন্য আরেক পদক্ষেপ হলো আপনার ঘরকে করতে হবে জীবন্ত। হয়তো আপনি অবাক হতে পারেন। যেমন কোনো সিনারী কিংবা ওয়াল পেপার নয়, বরং জীবন্ত গাছ আর ফুলই আপনার মনকে মুহূর্তেই প্রশান্তিতে ভরিয়ে দিবে। আর সেটিই হতে পারে জীবন্ত অনুভূতি। ছোট ছোট টবে রাখা যায় এমন দুই একটা পাতাবাহার বা ঘাসফুলের টব ঘরের মধ্যে রাখুন। অথবা ঘরে একগুচ্ছ জীবন্ত ফুল রাখতে পারেন। আবার খাটের পাশে ফুলদানীতে একগুচ্ছ ফুল অবশ্যই আপনার মন ভালো করে দেবে। এতে আপনার ঘর জীবন্ত হয়ে উঠবে।

মোমবাতি ঘরে রাখুন:

আপনার মনকে যদি প্রশান্তিতে ভরে দিতে চান তাহলে বাহারি মোমবাতি রাখুন। ড্রেসিং টেবিলের সেলফে কিংবা কেবিনেটের কোণে, সুন্দর নকশা করা বা রঙ্গিন কিছু মোমবাতি রাখুন। আবার মাঝে-মধ্যে বাতি নিভিয়ে দু’চারটি মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন। মনটা ফ্রেশ লাগবে তাতে।

এছাড়াও নিজ ভুবনটাকে একান্তই নিজের জিনিস দিয়ে সাজিয়ে ফেলুন আপনার পছন্দ মতো। প্রিয়জনের সাথে আপনার ছবি ফ্রেমে করে রাখতে পারেন আপনার ঘরে। আবার আপনি প্রকৃতি প্রেমি হলে সুন্দর দেয়ালসজ্জায় ঘর সাজাতেও পারেন। এতেও ঘরের মধ্যে নতুনত্ব আসবে। তাছাড়া আপনার প্রিয় কিছু যেমন নিজের তোলা ছবি বা নিজের আঁকা ছবিও ঘরে রাখকে পারেন। এতে মন ভালো থাকবে সবসময়। আবার প্রিয় কারো কাছ থেকে পাওয়া প্রিয় জিনিসগুলোও আপনি চোখের সামনে সাজিয়ে রাখতে পারেন। এতেও আপনার মন ভালো থাকবে। সব মিলিয়ে আপনাকে একটু সচেতন হয়ে ব্রেণ খাটিয়ে আপনার শোবার ঘরটি সাজাতে হবে। তাহলে সারাদিনের পরিশ্রমের পর আপনি যখন রাতে শোবার ঘরে যাবেন তখন এক প্রশান্তি অনুভব করবেন। যা লক্ষ-কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়।

This post was last modified on আগস্ট ৩০, ২০১৫ 11:29 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আবারও মিশরের কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলের…

% দিন আগে

‘ইনস্টাগ্রামে খারাপ মন্তব্য কেনো করলি’? পুলিশের সামনেই রাস্তায় চুলোচুলি চার তরুণীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা গেছে, মারপিট করতে করতে রাস্তায় পড়ে গিয়ে…

% দিন আগে

হাতি ও শ্রীলংকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে