আজব সব তথ্য: ১০ দিন না ঘুমালে মানুষ মারা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা কত যে আজব খবর দেখি তা গুনে শেষ করা যাবে না। এমনই সব আজব তথ্য রয়েছে আজ আপনাদের জন্য। ১০ দিন না ঘুমালে মানুষ মারা যেতে পারে! আসলেও কি তাই?

আমরা সত্যিই অনেক বা নানা রকম আজব খবরের মুখোমুখি হয়ে থাকি। এসব আজব খবর শুনে আমরা কখনও বিশ্বাস করি আবার কখনওবা সেগুলোকে উড়িয়ে দেয় মিথ্যা মনে করে। অর্থাৎ এসব খবরকে ‘আজগুবি’ খবর বলেই উড়িয়ে দেয়। কিন্তু আসলে সব সময় কি তাই হয়? সব সময় কি আজগুবিতে পরিণত হয় ওইসব খবরগুলো? এমনই এক আজব তথ্য রয়েছে আজ আপনাদের জন্য। না ঘুমালে মানুষ মারা যেতে পারে! আসলেও কি তাই?

Related Post

নিচের কিছু তথ্য রয়েছে আজ আপনাদের জন্য যা আপনাদের অজানা:

# না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে মরা আরও সহজ!

# আপনি বেশিদিন নয় মাত্র ১০ দিন না ঘুমালে মারা যেতে পারেন।

# আমরা অনেকে ভেবে থাকি যে, ব্রেন দিনে বেশি কার্যকর থাকে কিন্তু সেটি মোটেও সত্য নয়। কারণ আমাদের ব্রেন ঘুমের সময়
বেশি কার্যকর থাকে।

# ঠোঁটের ছাপ অনেকটা আঙুলের ছাপের মতোই। একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য আরেক জনের ঠোঁটের ছাপের সঙ্গে কখনও আরেক জনের ঠোঁটের ছাপ মিলবে না।

# বুদ্ধিমান ব্যক্তিদের চুলে বেশি তামা ও দস্তা থাকে।

# পৃথিবীতে মানুষই একমাত্র হাসতে পারে। যদিও হায়নারাও হাসির মতো শব্দ করে, তবে হাসির মর্ম শুধুমাত্র মানুষই বোঝে।

# একজন মানুষের শরীরে ৬৫০টি পেশী রয়েছে। কিছু কিছু কাজে ২০০টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০টির বেশি পেশী রয়েছে। হাসতে গেলে একজন মানুষের ১৫টিরও বেশি পেশী সক্রিয় হয়।

# একস্থান হতে শুরু করে সমগ্র শরীর ঘুরে ওই স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম
করে থাকে। অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করা সম্ভব।

# আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০টি বিভিন্ন গন্ধ চিনতে এবং মনে রাখতে সক্ষম।

# দেহের সব শিরাকে যদি পাশাপাশি সাজানো যায় তাহলে দেড় একর জমির প্রয়োজন হবে।

# একজন মানুষের শরীরে যে পরিমাণ চর্বি রয়েছে তা দিয়ে ৭টি বড় ধরনের কেক তৈরি করা সম্ভব।

তথ্যসূত্র: অজানা জ্ঞান (Unknown Knowledge) -এর সৌজন্যে।

This post was last modified on সেপ্টেম্বর ১০, ২০১৫ 8:45 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে