Categories: বিনোদন

হলিউডের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি সিনেমা সম্পর্কে জানুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউডে বিশাল বিশাল বাজেটের ছবি তৈরি করা হয়। এসব ছবি আবার ব্যবসা সফলও হয়ে থাকে। হলিউডের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি সিনেমা সম্পর্কে এই প্রতিবেদন।

অভিনয়, নির্মাণ কিংবা গল্প এসব কিছু এবং খ্যাতিমান পরিচালকদের কারণে ছবি হিট হয়ে থাকে। আর হলিউডের ছবিগুলো হিট হওয়ার অর্থই হলো ব্যাপক ব্যবসা করা। ঘটেও থাকে তাই। এ যাবত হতোগুলো বিশাল বাজেটের ছবি তৈরি করা হয়েছে সেগুলো ব্যবসা করেছে। বিশ্বের যেসব স্থানে নামকরা ছবি তৈরি হয় তারমধ্যে অন্যতম হলো হলিউড। হলিউডের ছবি রাজত্ব করে থাকে বিশ্বজুড়ে। আবার এসব ছবির বাজেটটাও থাকে চোখ কপালে তোলার মতো। বিখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বস’ জরিপে হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল কয়েকটি ছবি সম্পর্কে রয়েছে এই প্রতিবেদনটিতে।

ক্লিওপেট্রা [১৯৬৩]

পরিচালক: জোসেফ ম্যানকিওয়িকজ, ড্যারেল জ্যানাক
ছবিটির নির্মাণ ব্যয়: ৪৪ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৬২ মিলিয়ন ডলার
মূল চরিত্র: এলিজাবেথ টেইলর, রিচার্ড বারটন ও রেক্স হ্যারিসন।

Related Post

ওয়াটারওয়ার্ল্ড [১৯৯৫]

পরিচালক: কেভিন রেনোল্ডস
ছবিটির নির্মাণ ব্যয়: ১৭৫ মিলিয়ন ডলার।
বক্স অফিস গ্রস: ২৬৪ মিলিয়ন ডলার।
মূল চরিত্র: কেভিন কোস্টনার, জিন ট্রিপলহর্ন ও ডেনিস হুপার।

টাইটানিক [১৯৯৭]

পরিচালক: জেমস ক্যামেরন
ছবিটির নির্মাণ ব্যয়: ২৮৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১.৮ বিলিয়ন ডলার
মূল চরিত্র: লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট।

টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস [২০০৩]

পরিচালক: জেমস ক্যামেরন
ছবিটির নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৪৩৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: আর্নল্ড সোয়ার্জেনেগার ও ক্রিসটানা লকেন।

স্পাইডার ম্যান টু [২০০৪]

পরিচালক: স্যাম রেইমি
ছবিটির নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৭৮৩ মিলিয়ন ডলার
মূল চরিত্র: টবি ম্যাগুয়ার, আলফ্রেড মলিনা ও ক্রিস্টেন ডানস্ট।

কিং কং [২০০৫]

পরিচালক: পিটার জ্যাকসন
ছবিটির নির্মাণ ব্যয়: ২০৭ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৫৫০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: অ্যাড্রিয়েন ব্রডি, নাওমি ওয়াটস ও জ্যাক ব্ল্যাক।

সুপারম্যান রিটার্নস [২০০৬]

পরিচালক: ব্রায়ান সিঙ্গার
ছবিটির নির্মাণ ব্যয়: ২০০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৩৯১ মিলিয়ন ডলার
মূল চরিত্র: ব্র্যান্ডন রাউথ, কেভিন স্পেসি ও কেট বোসওয়ার্থ।

পাইরেটস অব দ্য ক্যারাবিয়ন: ডেড ম্যানস চেস্ট [২০০৬]

পরিচালক: গোর ভারবিন্সকি
ছবিটির নির্মাণ ব্যয়: ২২৫ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১,০৬ বিলিয়ন ডলার
মূল চরিত্র: জনি ডেপ, অরলান্ডো ব্লুম, কেরা নাইটলি ও জেফ্রি রাশ।

এক মেন লাস্ট স্ট্যান্ড [২০০৬]

পরিচালক: ব্রেট রাটনার
ছবিটির নির্মাণ ব্যয়: ২১০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ২৩৪ মিলিয়ন ডলার
মূল চরিত্র: হিউ জ্যাকম্যান, হলি বেরি ও প্যাট্রিক স্টুয়ার্ট।

স্পাইডার ম্যান থ্রি [২০০৭]

পরিচালক: স্যাম রেইমি
ছবিটির নির্মাণ ব্যয়: ২৫৮ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ৮৯০ মিলিয়ন ডলার
মূল চরিত্র: টবি ম্যাগুয়ার, ক্রিস্টেন ডানস্ট ও জেমস ফ্রাঙ্কো।

অ্যাভাটার [২০০৯]

পরিচালক: জেমস ক্যামেরন
ছবিটির নির্মাণ ব্যয়: ২৩৭ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ২ বিলিওন ডলার
মূল চরিত্র: স্যাম ওয়ারদিংটন ও জো সালডানা।

দ্য ডার্ক নাইট রাইজেস [২০১২]

পরিচালক: ক্রিস্টোফার নোলান
ছবিটির নির্মাণ ব্যয়:: ২৩০ মিলিয়ন ডলার
বক্স অফিস গ্রস: ১.০৮৪ বিলিওন ডলার
মূল চরিত্র: ক্রিস্টিয়ান বেল, মাইকেল কেনি ও গ্যারি ওল্ডম্যান।

This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০১৫ 10:46 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে