দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাগল মন গান গেয়ে যিনি মাত করে দিয়েছিলেন সেই দিলরুবা খান এবার সেই গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন দিলরুবা খান।
যে গান ঝড় তুলেছিল নব্বইয়ের দশকে। সেই পাগল করা গান ‘পাগল মন, মন রে, মন কেনো এতো কথা বলে…।’ মানুষের মুখে মুখে শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া দিলরুবা খানের আলোড়ন সৃষ্টি করা গানটি দীর্ঘ পঁচিশ বছর কেটে গেলেও এখনও সমান জনপ্রিয়।
এই দীর্ঘ সময়েও গানটির উল্লেখ করার মতো কোনো মিউজিক ভিডিও হয়নি। অনেকেই দিলরুবা খানের সঙ্গে কথা না বলেই মিউজিক ভিডিও করেছেন। যেগুলোতে তার সংশ্লিষ্টতা মোটেও ছিল না। এবারই প্রথমবারের মতো গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন দিলরুবা খান স্বয়ং।
দিলরুবা খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকে আমাকে না জানিয়ে মিউজিক ভিডিও করেছে। কিন্তু ভিজে রাহাত মাস দু’য়েক আগে গানটার মিউজিক ভিডিও করার জন্য অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিই। গত বৃহস্পতিবার কোক স্টুডিওতে এটির শুটিং হয়েছে। কাজটা ভীষণ ভালো হয়েছে। সেই সঙ্গে ভিন্নতাও রয়েছে এটিতে।’
‘পাগল মন’ গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মঞ্জু খান। এই গানটি লিখেছেন আহমেদ কায়সার এবং সুর করেছেন আশরাফ উদাস।
This post was last modified on অক্টোবর ১০, ২০১৫ 10:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…