দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে এবার অ্যাসিড হামলার শিকার হয়েছেন এক বিদেশী তরুণী পর্যটক। বুলগেরিয়ার ওই তরুণী সম্প্রতি ভারতে বেড়াতে এসেছিলেন।
এবার ভারতে বেড়াতে এসে আক্রান্ত বিদেশিনী। নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বারাণসীতে অ্যাসিড হামলায় মারাত্মক জখম হয়েছেন বুলগেরিয়া হতে ভারত বেড়াতে আসা এক তরুণী পর্যটকের।
গত শুক্রবার সকালে বারাণসীর নন্দনগর এলাকায় ২৩ বছর বয়সী বুলগেরিয়ান এক তরণীর ওপর অ্যাসিড ছোঁড়ে অজ্ঞাতপরিচয় এক আঁততায়ী। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যর সুন্দরলাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে বিশেষ একটি ওয়ার্ডে রাখা হয়েছে। তরুণীর মুখ এবং শরীরের একাধিক অংশ অ্যাসিডে ঝলছে গেছে বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে।
পুলিশ বলেছে, বারাণসী ভ্রমণে এসে নন্দনগর কলোনিতে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করেন বুলগেরিয়ার ভার্না অঞ্চলের বাসিন্দা ওই তরুণী পর্যটক। এদিন বাড়ি হতে বের হওয়ার কিছু সময় পরে আচমকা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়লে তিনি মারাত্মক আহত হন। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
This post was last modified on নভেম্বর ১৪, ২০১৫ 11:52 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…