হৃৎপিণ্ড ৩৭ সেকেন্ড বন্ধ থাকার পরও জীবিত এক নারী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্য কোনো সময় অবশ্য ৩৭ সেকেন্ড হয়তো কোনো বিষয় নয়, কিন্তু জীবন-মৃত্যুর সন্ধ্যিক্ষণে এই সময়টি একটি ফ্যাক্টর। ৩৭ সেকেন্ডের হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ থাকার পরও আবার জীবিত হয়েছেন এক নারী!

মানুষের মৃত্যু কখন কিভাবে হবে তা কেও বলতে পারে না। স্বয়ং সৃষ্টিকর্তার হাতে রয়েছে মানুষের হায়াৎ-মৌত। তবে এবার এমন একটি খবর সকলকেই হতচকিত করে তুলেছে। এমন একটি খবর পড়ে যে কেও বিস্মিত না হয়ে পারবেন না। একজন গর্ভধারিণী মা’র ক্ষেত্রে ঘটেছে এমন একটি ঘটনা। যদিও চিকিৎসকরা একে পুনজন্ম বলছেন। তবে পৃথিবীর ইতিহাসে এমন কখনও হতে পারে না। কারণ মৃত্যু একবার হয়ে গেলে আর ফিরে আসার কোনোই সম্ভাবনা নেই। তবে এই মহিলার ক্ষেত্রে চিকিৎসকরা এমন দাবি করেছেন।

ইয়াহু নিউজের এক খবরে বলা হয়, একজন নারী তার গর্ভকালীন সময়ে নিজের মৃত্যু চিন্তা নিয়ে অনেক ভীত হয়ে পড়েন। সে প্রায়ই চিন্তা করতেন, সন্তান জন্মদানের সময় তিনি মারা যেতে পারেন।

স্টেফানি আর্নল্ড নামের ওই নারী যখন জানতে পারেন, তার জরায়ুতে সমস্যা রয়েছে এবয় তা ক্রমবর্ধমান, ঠিক তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুদ ভয়ের সৃষ্টি হয়।

ওই গর্ভবতী মহিলার যখন প্রসব বেদনা উঠে সেইদিন তিনি এমনিওটিক ফ্লুয়িড এম্বলিসম অ্যাটাকের শিকার হন। ২০১৩ সালের মে মাসে তিনি এমন এক পরিস্থিতির শিকার হন। সন্তান জন্মদানের সময় তার শরীরে এনাফাইলেক্টিক শোকের সৃষ্টি হয়। যে কারণে প্রায় ৩৭ সেকেন্ড সময় তার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ থাকে বলে চিকিৎসকরা জানান।

এক পর্যায়ে চিকিৎসকরা তাকে টেকনিক্যালি মৃত ঘোষণা করেন। পরে দেখা যায় তিনি আসলে এখনও জীবিত। তিনি কোমায় চলে যান। পরবর্তী ৬ দিন তিনি কোমার মধ্যেই থাকেন।

সেই স্টেফানি আর্নল্ড সিবিএস শিকাগোতে এখনও জীবিত রয়েছেন। শুধু তাই নয়, তিনি শিকাগোতে তার স্বামী এবং সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন।

This post was last modified on জুলাই ১১, ২০২৪ 9:39 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…

% দিন আগে

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে