দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ আরও দুটি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে ইরান ও বুলগেরিয়ায়!
বুলগেরিয়ার সম্মানজনক মেনার ফেস্টিভ্যালে সারাবিশ্বের মোট ৪৬৫টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৬টি ছবির তালিকায় স্থান করে নিয়েছে ‘সুতপার ঠিকানা’। আগামী ১৭ জানুয়ারি সেখানে ‘সুতপার ঠিকানা’ প্রদর্শিত হবে।
অপরদিকে আগামী মার্চে ইরানের আম্মার ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিতে যাচ্ছে ‘সুতপার ঠিকানা’। এদিকে আগামী ১৯ জানুয়ারি ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ‘সুতপার ঠিকানা’।
২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘সুতপার ঠিকানা’। এই ছবিতে সুতপা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। কিশোরী হতে মধ্যবয়স পর্যন্ত তার বেড়ে ওঠা, ত্যাগ এবং সংগ্রামের কাহিনী রয়েছে এই ছবিতে।
‘সুতপার ঠিকানা’য় অভিনয় করেছেন- আনোয়ার হোসেন চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, সাইকা আহমেদ, মিম চৌধুরী, নাভিদ, শিশুশিল্পী কুমার নিবিড় প্রমুখ। ‘সুতপার ঠিকানা’য় সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। আর ধারাবর্ণনা করেছেন আসাদুজ্জামান নূর।
This post was last modified on জানুয়ারী ১১, ২০১৬ 12:10 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…