দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও সর্বশেষ ওয়ানডেতে হেরে সিরিজ পরাজয়ের পাশাপাশি আরেকটি দুঃসংবাদ পেলো ক্রিকেটভক্তরা। চলমান জিম্বাবুয়ে সফর শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। তাঁর এই ঘোষণায় উপস্থিত সাংবাদিক এবং দেশের ক্রিকেটাপ্রেমীরা যারপরনাই বিস্মিত হন। কিন্তু বিসিবি জানিয়েছে যে তাঁরা মুশফিককেই অধিনায়ক হিসেবে দেখতে চান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেও সম্মেলন শেষ হবার পূর্বে এক মিনিট সময় চেয়ে মুশফিক বলেন, “এই সফরে পরবর্তী দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পরই আমি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। দলকে ঠিকমতো নেতৃত্ব দেয়া বা রান করা কোনটাই করতে পারিনি যা আমি মনে করি এই সিরিজে আমাদের পরাজয়ের অন্যতম কারণ।” পাশাপাশি তিনি এটিও উল্লেখ করেন যে দলে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, কিন্তু সেটি কি, তা পরিস্কার না করেই তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।
এ ঘটনার জবাবে বিসিবি তাঁকে আগামী অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত অধিনায়কের পদে থাকার পরামর্শ দেয়। বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “এটা খুবই অবাক করা খবর। তাঁর ঘোষণার কিছুক্ষণ পরই আমাদের সাথে তাঁর কথা হয়েছে। আমরা মনে করি দলের জন্য সে একজন দক্ষ অধিনায়ক। আগামী ১৫ তারিখ টিম দেশে ফিরে আসলে এ ব্যাপারে আমরা তাঁর সাথে সামনাসামনি কথা বলবো।”
ইউনুস আরও বলেন, “আমরা টিম ম্যানেজারের রিপোর্ট যাচাই করে দেখবো যে টিমের বাকি সবাই তাঁকে দল পরিচালনায় সহায়তা করেছিলো কিনা। তাঁর চুক্তির মেয়াদ এই জিম্বাবুয়ে ট্যুর পর্যন্ত থাকলেও আমরা এটা নিয়ে তাঁর সাথে আলোচনা করবো। এটি ছিল আবেগাক্রান্ত এক সিদ্ধান্ত যেটা প্রমাণ করে সে দলের জন্য কতটা অন্তঃপ্রাণ।”
উল্লেক্ষ্য, গত জানুয়ারিতে মুশফিকুর রহিমের সাথে বিসিবি জিম্বাবুয়ে সফর পর্যন্ত অধিনায়কত্বের চুক্তি করে। যদিও মুশফিকের ইচ্ছে ছিল চুক্তিটা এ বছরের শেষ পর্যন্ত দীর্ঘায়িত করার।
This post was last modified on মে ৯, ২০১৩ 2:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…