অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও সর্বশেষ ওয়ানডেতে হেরে সিরিজ পরাজয়ের পাশাপাশি আরেকটি দুঃসংবাদ পেলো ক্রিকেটভক্তরা। চলমান জিম্বাবুয়ে সফর শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। তাঁর এই ঘোষণায় উপস্থিত সাংবাদিক এবং দেশের ক্রিকেটাপ্রেমীরা যারপরনাই বিস্মিত হন। কিন্তু বিসিবি জানিয়েছে যে তাঁরা মুশফিককেই অধিনায়ক হিসেবে দেখতে চান।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেও সম্মেলন শেষ হবার পূর্বে এক মিনিট সময় চেয়ে মুশফিক বলেন, “এই সফরে পরবর্তী দু’টি টি-টোয়েন্টি ম্যাচের পরই আমি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। দলকে ঠিকমতো নেতৃত্ব দেয়া বা রান করা কোনটাই করতে পারিনি যা আমি মনে করি এই সিরিজে আমাদের পরাজয়ের অন্যতম কারণ।” পাশাপাশি তিনি এটিও উল্লেখ করেন যে দলে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, কিন্তু সেটি কি, তা পরিস্কার না করেই তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।

এ ঘটনার জবাবে বিসিবি তাঁকে আগামী অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত অধিনায়কের পদে থাকার পরামর্শ দেয়। বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “এটা খুবই অবাক করা খবর। তাঁর ঘোষণার কিছুক্ষণ পরই আমাদের সাথে তাঁর কথা হয়েছে। আমরা মনে করি দলের জন্য সে একজন দক্ষ অধিনায়ক। আগামী ১৫ তারিখ টিম দেশে ফিরে আসলে এ ব্যাপারে আমরা তাঁর সাথে সামনাসামনি কথা বলবো।”

ইউনুস আরও বলেন, “আমরা টিম ম্যানেজারের রিপোর্ট যাচাই করে দেখবো যে টিমের বাকি সবাই তাঁকে দল পরিচালনায় সহায়তা করেছিলো কিনা। তাঁর চুক্তির মেয়াদ এই জিম্বাবুয়ে ট্যুর পর্যন্ত থাকলেও আমরা এটা নিয়ে তাঁর সাথে আলোচনা করবো। এটি ছিল আবেগাক্রান্ত এক সিদ্ধান্ত যেটা প্রমাণ করে সে দলের জন্য কতটা অন্তঃপ্রাণ।”

উল্লেক্ষ্য, গত জানুয়ারিতে মুশফিকুর রহিমের সাথে বিসিবি জিম্বাবুয়ে সফর পর্যন্ত অধিনায়কত্বের চুক্তি করে। যদিও মুশফিকের ইচ্ছে ছিল চুক্তিটা এ বছরের শেষ পর্যন্ত দীর্ঘায়িত করার।

Related Post

This post was last modified on মে ৯, ২০১৩ 2:01 অপরাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

ভক্তকে দু’লাখের ঘড়ি উপহার: ধনকুবেরের কীর্তির ভিডিও হলো ভাইরাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের সংস্থার সদর দফতরে ডেকে এক ভক্তের হাতে দামি উপহার…

% দিন আগে

সকাল বেলায় পাহাড় দেখতে কিন্তু ভালোই লাগে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে