দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোজাম্বিকে পাওয়া ধ্বংসাবশেষ মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের অংশ কিনা তা বিশ্লেষণ করা হচ্ছে। সেজন্য এটি অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে।
সম্প্রতি মোজাম্বিকে বিমানের ধ্বংসাবশেষের দু’টি টুকরা পাওয়া যায়। সেটি মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানের কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের কাছে পৌঁছানো হয়। একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে একথা জানানো হয়। বোয়িং ৭৭৭ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
যদিও বিমানের একটি পাখা গত বছর দূরবর্তী একটি দ্বীপে ভেসে আসে বলে খবর বের হয়।
ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোজাম্বিকে ধ্বংসাবশেষের দুটি টুকরা পাওয়ার পর থেকেই বিষয়টি সংবাদ মাধ্যমে জানাজানি হয়।
সমুদ্র সৈকতে পাওয়া ওই দু’টি টুকরার একটির একপাশে ‘নো স্টেপ’ লেখা রয়েছে । তবে লেখাটি বেশ অস্পষ্ট। অপর ধাতব টুকরা এক মিটার লম্বা। দক্ষিণ আফ্রিকার এক পর্যটক গত ডিসেম্বর মাসে এ দুটি কুড়িয়ে পান।
উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর হতে বেইজিং যাওয়ার পথে এমএইচ৩৭০ ফ্লাইটটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এটিতে ২৩৯ জন আরোহী ছিল। এতে ছিল বেশির ভাগই চীন এবং মালয়েশিয়ার নাগরিক।
This post was last modified on মার্চ ২১, ২০১৬ 9:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…