দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টিভিতে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ ছবি ‘একাত্তরের ক্ষুদিরাম’। ২৫ মার্চ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আই’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে ‘একাত্তরের ক্ষুদিরাম’।
নির্মাতা মান্নান হীরা জানিয়েছেন, ২৫ মার্চ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আই’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘একাত্তরের ক্ষুদিরাম’ ছবিটি। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন বেশ কয়েকজন শিশুশিল্পী। সেইসঙ্গে রয়েছে আলোচিত অভিনয় শিল্পীরাও।
ছবিটির গল্প সম্পর্কে নির্মাতা বলেছেন, ‘মুক্তিযুদ্ধে যে নানা ধরনের ও নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিলো এরই প্রতিফলন দেখা যাবে ‘একাত্তরের ক্ষুদিরাম’ ছবিতে। এটি মূলত গল্পের মধ্যে নাটক, আবার নাটকের মধ্যে গল্প।’
‘একাত্তরের ক্ষুদিরাম’ ছবিটিতে দেখা যাবে, বৃটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ফাঁসির দড়ি গলায় পরা শহীদ ক্ষুদিরামের নাটক দেখার পর অনুপ্রাণিত হয় কয়েকজন কিশোর-কিশোরী। মফস্বল শহরে থাকা কিশোর-কিশোরীরা মুক্তিযুদ্ধে কিভাবে জড়িয়ে পড়ে। ক্ষুদিরামের মতোই বোমার আঘাতে নিশ্চিহ্ন করে পাকিস্তানী সেনানায়কের গাড়িবহর।
‘একাত্তরের ক্ষুদিরাম’-এর কেন্দ্রীয় চরিত্র আলালের ভূমিকায় অভিনয় করেছেন স্বচ্ছ, অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ ও মোমেনা চৌধুরী। অন্য শিল্পীরা হলেন- ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, চঞ্চল, মুন্সী মজনু, চিত্র ছবি, ফিরোজ আল মামুন প্রমুখ।
This post was last modified on মার্চ ২৪, ২০১৬ 9:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…