দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মশার কামড় খেয়ে মানুষ অসুস্থ্য হয়ে পড়ে এটিই স্বাভাবিক। মশার কামড়ের কারণে নানা ধরনের ভাইরাসজনিত রোগও হতে পারে। তবে এবার এক মহিলার জীবন বদলে দিলো একটা মশার কামড়!
একটা মশার কামড়। একটা মানুষের জীবনকে কী কখনও বদলে দিতে পারে? না, না। নানা পাটেকরের কোন সিনেমার ডায়লগকে বাংলায় লিখার বিষয় নয় এটি। বাস্তবেই এমন একটি ঘটনা ঘটেছে এক মহিলার সঙ্গে। যার নাম অ্যাঙহারাদ উইলিয়ামস।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ১৩ বছর বয়েসে তাকে একবার বাঁ পায়ে থাইয়ের ওপর মশা কামড়িয়ে ছিল। মশা তাকে আগেও বহুবার কামড়েছে। তবে সেই মশার কামড়টা তার জীবনকে বদলে দেয়। প্রথমে কিছুই বুঝতে পারেনি উইলিয়াম। জায়গাটা কিছুটা ফুলতে শুরু করে মাস খানেক পর থেকে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা তো দেখে অবাক হন।
চেকআপের পর দচিকিৎসকরা বলেন, এক বিশেষ ধরণের মশার কামড়ের জন্য স্থানটি ফুলে উঠেছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। বরং বাঁ পা-টা আরও ফুলতে শুরু করে অ্যাঙহারাদ উইলিয়ামসের। দু’বছর পর আবার আরও বড় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তার বাঁ পায়ে বিশেষ এক ধরনের দামী ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয় তাক। তবে এতে করে বাঁ পায়ের ফোলাটা না কমলেও অতিরিক্ত আর বৃদ্ধি পায়নি।
তবে স্ফিত হওয়ার গতি থমকে গেলেও উইলিয়ামসের বাঁ পায়ের ওজন তার ডান পায়ের থেকেও ১২ কেজি বেড়ে যায়। ভারী বাঁ পা-টা নিয়ে স্কুলে যেতে অসুবিধায় পড়ে যেতে হয় তাকে। অনেকেই তার পা নিয়ে ঠাট্টা-মশকরাও করেছিল। তাতেও দমানো যায়নি উইলিয়ামসকে। একটা মশার কামড়ে জীবনের গতি থমকে গেলেও সেটিকে পৃথকভাবে পরিচালনা করলেন উইলিয়ামস। সাঁতার হতে শুরু করে সাইকেলিং সবই করতে শুরু করেন তিনি। চিকিৎসকরা বলছেন, উইলিয়ামসের পায়ের স্ফীতভাবটা আর কমার সম্ভাবনা খুবই কম।
উইলিয়ামস নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে সবার মনের জোর বাড়িয়ে দেন। উইলিয়ামসের বর্তমানে সুখি পরিবার। একটা মশার কামড় উইলিয়ামসের জীবনটা সত্যিই পাল্টে দিয়েছে।
This post was last modified on জানুয়ারী ১৬, ২০২৪ 5:28 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…