দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেই দ্বিতীয় ওবামার রহস্য উন্মোচন হতে চলেছে! সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডুপ্লিকেট অর্থাৎ একই রকম চেহারার মানুষ নিয়ে বেশ হৈ চৈ পড়ে যায়।
আমরা জানি জমজ সন্তানরা এমন হয়। অর্থাৎ একই রকম চেহারার হয়ে থাকে। কিন্তু দুই মায়ের দুই সন্তান কখনও কী এক রকম হতে পারে? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষেত্রে ঠিক তেমনই দেখা গেছে। যার সঙ্গে বারাক ওবামার কোনো সম্পর্ক নেই অথচ চেহারা একই রকম। একই মায়ের গর্ভে জন্ম না নিয়েও অনেক সময় অবিকল একইরকম দেখতে মানুষ যে পাওয়া যায়। কথাটা শুনতে অবাক লাগলেও আসলে সেটাই হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষেত্রে। তাহলে কেনো এরকম হয়? এ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার যেনো শেষ নেই। সম্প্রতি তারা এসব ঘটনার নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন।
সিগমন্ড ফ্রয়েড তার যুগান্তকারী এক প্রবন্ধ ‘দ্য আনক্যানি’-তে যমজত্বের ঘটনাটিকে ব্যাখ্যা করেছিলেন মনস্তত্ত্বের বিন্দু হতে। তিনি মত দিয়েছেন যে, ‘নিজের অবিকল প্রতিরূপ প্রকৃতপক্ষে এক আতঙ্কের উৎস। তা মনোবিকারের ফলের জাত।’
ফ্রয়েড যা-ই বলে থাকুন না কেনো, সাম্প্রতিক গবেষণা যেনো একেবারেই উল্টো পথে হাঁটতে চাইছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজির গবেষক মাইকেল শিহান তার এক গবেষণাপত্রে বলেছেন, ‘নিঃসম্পর্কিত দুটি মানুষের অবিকল এক চেহারার অধিকারী হওয়ার পিছনে শুধুমাত্র প্যারানর্মাল বিষয় কাজ করে না।’
তিনি বলেছেন, ‘কেবল চেহারার সাদৃশ্য নয়, নিঃসম্পর্ক যমজত্ব এতোদূর গড়াতে পারে যে, সেটি এই হামশকলরা আচারে-আচরণেও পরস্পরের প্রতিরূপ হিসেবে দেখা দিতে পারেন। শুধু তাই নয়, কোনো তাসের ডেক হতে তাদের তাস বাছতে বলা হলে, তারা একই তাস তুলে নেন, এমন ঘটনাও ঘটতে পারে।’
আসলে কী রয়েছে এই ‘লুক-অ্যালাইক’ রহস্যে? গবেষক শিহানের বক্তব্য হলো, ‘বংশগতির একটা খেলা এখানে অবশ্যই কাজ করছে। দুই ভিন্ন দেশে, এমনকি দুই ভিন্ন কালেও এই যমজ দেখা গেছে। এর কারণ হলো সুদূর অতীতে ঘটে যাওয়া গ্লোবাল মাইগ্রেশন, একই বংশবীজ দুই ভিন্ন ভূগোলে ভিন্ন এথনিসিটির মধ্যে বেড়ে ওঠা।’
ওই গবেষক বলেন, ‘সুতরাং, যদি কোথাও কখনও অবিকল নিজের মতো দেখতে কারো দেখা পান সেক্ষেত্রে জানবেন, তিনি কোনো না কোনো সূত্রে আপনার আত্মীয় ছিলেন। অর্থাৎ নিকট না হলেও নিকটজন অবশ্যই।’
This post was last modified on এপ্রিল ১০, ২০১৬ 7:35 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চারদিকে রীতিমতো সাদা বরফে ঢাকা। প্রবলতম বেগে হচ্ছে তুষারপাত। এরইমধ্যে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ৪ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের মধ্যে অনেকেই মনে করেন চকোলেট কিংবা মিষ্টি খেলেই দাঁতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য এবার এলো সুখবর। ফাইল আপলোডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমিশা প্যাটেলকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, এক মহিলা জানিয়েছেন, লটারিতে জেতা…