দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটেন ৩ হাজার শিশু শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া হতে ২০২০ সালের মধ্যে ৩ হাজার শিশু শরণার্থী, যাদের মা বাবা কিংবা অন্যান্য পরিজন নেই, তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন।
দেশটির সরকার বলেছে যে, এটি এই মূহুর্তে বিশ্বের সবচাইতে বড় শিশু পুনর্বাসনের কর্মসূচী হবে। সিরিয়ার যুদ্ধে বহু শিশু নিজের পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছে। তেমন অনেক শিশুই সিরিয়া হতে পালিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
ব্রিটেন বলেছে, এই কর্মসূচীতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালে মধ্যে ২০ হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের বাইরে পড়বে।
এদিকে সমালোচকেরা বলছেন, হাজার হাজার সিরিয় শরণার্থী শিশু ইতিমধ্যেই বাবা-মা কিংবা অভিভাবক হারিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার এবং নানা নিপীড়নের শিকার হয়েছে, তাদের কোনই উপকারে আসবে না এমন উদ্যোগ।
This post was last modified on এপ্রিল ২৬, ২০১৬ 11:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতের তেমন তেজই নেই, তবু পৌষের ঠাণ্ডায় অনেকেই কাবু। দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ফরচুন বরিশালের স্পনসর হিসেবে চুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নান্দনিক ভিজ্যুয়াল ও টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলাদেশের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শনিবার রাতে ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সব্বাগকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, টায়ার মেরামতের দোকানে একটি…