দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘লাভ অ্যান্ড কোং’ নাটকে ফিরেছেন চিত্র নায়িকা পূর্ণিমা। ঈদ ধারাবাহিক নাটকের কাজ সম্প্রতি শ্রীমঙ্গলে শেষ হয়েছে।
মাসুদ সেজানের নির্দেশনায় ‘লাভ অ্যান্ড কোং’ নাটকটিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রায় এক বছর বিরতির পর টিভি নাটকে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র নায়িকা পূর্ণিমা। মাহফুজ আহমেদের বিপরীতে এ ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।
তবে ইতিমধ্যে তিনি চলচ্চিত্রে ফেরার কথাও বলেছেন। শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘বন্ধ দরজা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আসছে মে মাসেই নাকি চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা।
অপরদিকে সম্প্রতি রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত ‘স্বপ্নীল-টু’ শুটিং হাউজে পূর্ণিমা শুরু করেছেন আরেকটি ঈদ নাটকের কাজ। নাটকটির নাম ‘গোপন’। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এই নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও নির্মাণ করছেন তপু। এটি নিয়ে পঞ্চমবারের মতো পূর্ণিমা-মিলন একসঙ্গে কাজ করছেন।
This post was last modified on এপ্রিল ৩০, ২০১৬ 9:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…