দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজকাল অনেকেই ফেসবুকে কিছু স্মাইলি শর্টকাট ব্যবহার করেন। তবে আমরা অনেকেই এটি না জানা থাকার কারণে প্রতি উত্তর হিসেবে স্মাইলি শর্টকাট ব্যবহার করতে পানি না।
বিশেষ করে ফেসবুকে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় কিংবা চ্যাট করার সময় স্মাইলি ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিষয়টি না জানা থাকার কারণে হয়তো আপনি এটি ব্যবহার করতে পারেন না। আজ এই শর্টকাট ব্যবহারের নিয়গুলো জানিয়ে দেওয়া হবে।
লেখার মাঝে আমরা অনেক ধরনের Symbol এর শটকাট ব্যবহার দেখি।
যেমন: স্মাইলি ফেস ,♥ হার্ট, হতে পারে √স্কয়ার রুট চেক মার্ক ইত্যাদি। আমরা যারা জানি তারাতো দেদারসে এগুলো ব্যবহার করি। তবে যারা এগুলো জানিনা তাদের কি হবে? এটি জটিল কোনো কিছু নয়। চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।
স্মাইলি ফেস ব্যবহার করতে: Alt+1…………☺…Smiley face
ব্লাক স্মাইলি ফেস ব্যবহার করতে: Alt+2………..☻…Black Smiley Face
হার্ট ব্যবহার করতে: Alt+3………..♥……Heart
ডায়মন্ড ব্যবহার করতে: Alt+4……….♦…Diamond
ক্লাব ব্যবহার করতে: Alt+5………♣……Club
স্পেড ব্যবহার করতে: Alt+6………♠……Spade
মেল সাইন ব্যবহার করতে: Alt+11………♂……Male Sign
ফিমেল সাইন ব্যবহার করতে: Alt+12………♀……Female Sign
সান (সূর্য চিহ্ন) ব্যবহার করতে: Alt+15………☼……Sun
আপ/ডাউন এ্যারো ব্যবহার করতে: Alt+18…………↕…Up/Down Arrow
শুধু আপ এ্যারো ব্যবহার করতে: Alt+24………↑……Up Arrow
শুধু ডাউন এ্যারো ব্যবহার করতে: Alt+25………↓……Down Arrow
রাইট এ্যারো ব্যবহার করতে: Alt+26………→……Right Arrow
লেফ্ট এ্যারো ব্যবহার করতে: Alt+27………←……Left Arrow
লেফ্ট-রাইট এ্যারো ব্যবহার করতে: Alt+29………↔…Left Right Arrow
ট্রেডমার্ক সিমবল ব্যবহার করতে: Alt+0153………™……Trade Mark Symbol
কপিরাইট সিমবল ব্যবহার করতে: Alt+0169………©……Copyright Symbol
রেজিস্টার্ড ট্রেডমার্ক সিমবল ব্যবহার করতে: Alt+0174……®………Registered Trademark Symbol
ডিগ্রী সিমবল ব্যবহার করতে: Alt+0176………°……Degree Symbol
প্লাস-মাইনাস সিমবল ব্যবহার করতে: Alt+0177………±……Plus or Minus Symbol
প্যারাগ্রাফ মার্ক ব্যবহার করতে: Alt+0182………¶……Paragraph Mark
ফ্র্যাকশন, থার্ড-ফোর্থ ব্যবহার করতে: Alt+0190………¾… Fraction,Three-Fourths
মাল্টিপ্লিকেশন সাইন ব্যবহার করতে: Alt+0215………×…Multiplication Sign
দি সেন্ট সাইন ব্যবহার করতে: Alt+0162……¢………The Cent Sign
আপসাইড ডাউন এক্সক্লামেশন পয়েন্ট ব্যবহার করতে: Alt+0161………¡……Upside Down exclamation point
আপসাইড ডাউন কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে: Alt+0191………¿……Upside Down Question Mark
নারি সামেশন ব্যবহার করতে: Alt+8721………◄……Nary Summation-Auto Sum
স্কয়ার রুট চেক মার্ক ব্যবহার করতে: Alt+251………√……Square root check Mark
This post was last modified on জুন ১৪, ২০২২ 2:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ২৯ ফাল্গুন ১৪৩১…