মাটি খেয়ে ১৭ বছর পার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখনও যদি শোনা যায় যে, মাটি কারও প্রিয় খাদ্য। আর সেই মাটি খেয়েই পার করেছেন ১৭ বছর, তাহলে বিস্মিত হবেন। এক ব্যক্তির ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে!

আমরা দেখেছি শৈশবে অনেক বাচ্চা মাটি খেয়ে থাকে। তারা না বুঝে মাটি খায়। সে কারণে পেটের পীড়ায় ভোগে অনেক শিশু। তবে আপনি শুনে অবাক হবেন, ভারতের একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিতভাবে মাটি খান। ভাত মাছের বদলে এটিই তার অন্যতম এবং প্রিয় খাদ্যও। তিনি দীর্ঘ ১৭ বছর পার করেছেন মাটি খেয়ে!

গত ১৭ বছর ধরে নিয়মিত দিনে কমপক্ষে আধা কেজি মাটি খেয়ে থাকেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই মাটি খাওয়ার কারণে তার কোনোরকম পেটের পীড়া কিংবা অন্য কোনো সমস্যা হচ্ছে না। বরং নিজের এই উদ্ভট খাদ্যাভ্যাস তাকে সুস্থ থাকতে সাহায্য করে- এমন দাবি করেছেন তিনি। ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলার পেশায় একজন কৃষক ওই ব্যক্তির নাম রামেশ্বর।

রামেশ্বরের বেশ জনপ্রিয়তা রয়েছে মাটিখেকো হিসেবে। তাই তার কাছে যেতে চাইলে কোনো ঠিকানার প্রয়োজন হয় না। মারাদাবাদের হরিদ্বারে গিয়ে যে কারো কাছে গিয়ে মাটি খেকোর কথা বললেই তার বাড়ি দেখিয়ে দেয়।

জানা যায়, গত ১৭ বছর আগে এক অদ্ভূদ অসুখ হয় রামেশ্বরের। তার মুখ দিয়ে কেবল রক্ত বের হতো। তখন চিকিৎসকরা এর কোনো চিকিৎসা বের করতে পারেন নি। মুখের রক্তপাত থামাতে এক সময় মাটি খাওয়া শুরু করেন রামেশ্বর। সেই থেকেই শুরু। এখন চলছে রামেশ্বর মাটি খাওয়া। শুধু মাটি নয়, ইট, বালু, পাথর সবই খান রামেশ্বর। দিব্যি হজমও হয়ে যায় এসব উদ্ভট খাদ্য! কোনো ধরনের সমস্যাই হয় না রামেশ্বরের।

রামেশ্বরের দাবি, মাটি খাওয়ার কারণেই মুখগহ্‌বর হতে রক্তপড়ার জটিল অসুখ হতে সেদিন তিনি মুক্তি পেয়েছিলেন। সেরে ওঠার পরও ওই অভ্যাস যায়নি তার। তাইতো প্রতিদিন নিয়ম করে মাটি খান। এই মাটি এখন তার সবচেয়ে প্রিয় খাবারে পরিণত হয়েছে!

This post was last modified on সেপ্টেম্বর ৯, ২০১৭ 12:07 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% দিন আগে