দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদের ২য় দিন দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল 9 এ প্রচারিত হবে টেলিফিল্ম ‘ক্ষরণ’। অভিনয় করেছেন তারিন, হৃদয় খান, সাবিলা নুরসহ অনেকে।
টেলিফিল্ম- ‘ক্ষরণ’-এর কাহিনী চিত্রনাট্য ও সংলাপ- রফিকুল ইসলাম পল্টু, তন্ময় তানসেন, রিফাত অন্তী ।
পরিচালনা করেছেন- তন্ময় তানসেন। এতে অভিনয় করেছেন- তারিন,হৃদয় খান,সাবিলা নুর ও অনেকে।
পরিবেশনায় রয়েছে- দৃক। প্রযোজনা- পি আর প্রডাকশন। এই টেলিফিল্মটি দেখা যাবে ঈদের ২য় দিন দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল 9 এ।
বন্ধুদের ভেতর সবচাইতে মেধাবী ছেলেটি হলো সৌমিক। ক্লাসে প্রেজেন্টেশনের আগে সবার সময় কাটে আড্ডা মেরে, গেমিং
করে, ঘুমিয়ে। সবার ভরসা সৌমিক। আর এই ঘটনাগুলো ঘটে সৌমিকের বাসাতেই। শুধু একজন পুরোটা সময় যত্নে রাখে
সৌমিককে। অনেকটা শাসনের মতো করে। সুক্তি নাম মেয়েটির। সৌমিকের ক্লাসমেট, সোলমেট সব। ভবিষ্যৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখনই বেশ নাম ডাক তার বন্ধুদের ভেতর। সৌমিকের বন্ধু রনির মাধ্যমে পরিচয় হয় নন্দিতার সাথে। নন্দিতা রনির আত্মীয়। বয়সে ১৫ বছরের বড়। বিধবা। স্বামীর রেখে যাওয়া ব্যবসা এখন সে দেখেন।
সফটওয়্যার জনিত সমস্যার করনেই সৌমিকের সাথে তার পরিচয়। নন্দিতার কোম্পানিকে বিরাট এক জটিলতা থেকে উদ্ধার করে সৌমিক। দিন রাত কাজ চলাকালীন সময়ে সখ্যতা বারে দুজনের। দুর্বল হয়ে পরে সৌমিক। দুরত্ব বাড়তে থাকে সুক্তির সাথে। নিজের কথা নন্দিতা কে জানায় সৌমিক। প্রথমে রিয়াক্ট করলেও পরে নন্দিতাও জড়িয়ে যায়।
পড়ালিখা গোল্লায় যায় সৌমিকের।সুক্তিও বুঝে যায় সব। কস্ট পায়। সরিয়ে রাখে নিজেকে। সৌমিক ও নন্দিতার ভেতর তৃতীয় একজন আসে। প্রথমে অস্বীকার করলেও পরে সৌমিকের কাছে ধরা পরে যায় নন্দিতা। আদনান। নন্দিতার আরেক প্রেমিক। নন্দিতা জানায় " তুমি আমার জীবনে আছো এটা জেনেও আমার সাথে কন্টিনিউ করতে আদনানের কোন সমস্যা নেই। এখন তুমি ভেবে দেখো তুমি এভাবে কন্টিনিউ করবে কিনা? এলোমেলো হয়ে যায় সৌমিক….. এই সময় সুক্তি ছাড়া কেউ নেই পাশে দাঁড়াবার…..!
This post was last modified on জুলাই ১, ২০১৬ 5:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…