দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কালে কালে আরও কতো কিছুই দেখতে হবে! এবার সত্যিই অবাক করার মতো এক ঘটনা। আর তা হলো, এবার গরুর মূত্রে পাওয়া গেছে স্বর্ণ!
ভারতে নাকি গরু স্বর্ণ প্রসাব করছে! সেটি আক্ষরিক অর্থে! ভারতের গির জাতের গরুর প্রসাব পরীক্ষা করে গবেষকরা নাকি স্বর্ণের সন্ধান পেয়েছেন! দীর্ঘ চার বছর ধরে নিবিড় গবেষণার পর ভারতের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের (জেএইউ) গবেষকরা গির জাতির গরুর প্রসাবে স্বর্ণ পেয়েছেন বলে জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য উঠে এসেছে।
খবরে বলা হয়েছে, ৪শ’ গরুর প্রসাবের নমুনা পরীক্ষার পর দেখা যায় যে, প্রতি লিটার প্রসাবে ৩ মিলিগ্রাম হতে ১০ মিলিগ্রাম স্বর্ণ রয়েছে। জেএইউর খ্যাতনামা খাদ্য পরীক্ষা গবেষণাগারে এই পরীক্ষা করা হয়। পানিতে দ্রবণীয় লবণের আকারে এই স্বর্ণ পাওয়া গেছে।
ওই গবেষণার নেতৃত্ব দেন জেএইউর বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. বি এ গোলাকিয়া। তিনি প্রসাবের নমুনা পরীক্ষায় ক্রোমাটোগ্রাফি-মাস স্পেকট্রোমেট্রি পদ্ধতি প্রয়োগ করেন।
ড. বি এ গোলাকিয়া বলেছেন, ‘আমরা প্রাচীন সাহিত্যে গরুর মূত্রে স্বর্ণের কথা শুনেছি। তবে এ নিয়ে কোনো বিশদ বৈজ্ঞানিক গবেষণা কখনও হয়নি। তাই আমরা ৪শ’ গরুর মূত্র নিয়ে গবেষণা চালিয়ে স্বর্ণের সন্ধান পেয়েছি।’
রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে গরুর মূত্র হতে স্বর্ণ আহরণ করাও সম্ভব বলে মনে করেন ড. গোলাকিয়া।
This post was last modified on আগস্ট ২৯, ২০১৭ 10:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি'র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) পবিত্র ঈদ-উল- ফিতর। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৭ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় সজনে ডাঁটা পাওয়া যায় বাজারে। কচি-সবুজ ডাঁটাগুলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি প্রতি বছরের মতো এবারও ৭ দিনব্যাপী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…