দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিত্তশালীরা বলিউড তারকাদের নিজ নিজ অনুষ্ঠানে এনে উপস্থিত করার মাধ্যমে অতিথিদের চমক দিতে চান। আমন্ত্রিত অতিথি হিসেবে কিংবা মঞ্চ পরিবেশনার জন্য ডাক পড়ে বলিউডের তারকাদের। তবে এই চাওয়া বা ইচ্ছে সবার পুরন হবার নয় বা সবার সামর্থ্য কুলায় না। কারন বলিউড তারকারা এসব অনুষ্ঠানে আমন্ত্রিত হতে নেন মোটা অঙ্কের অর্থ। তারকাদের অনেকেই বিভিন্ন অজুহাতে এসব দাওয়াত এড়িয়ে যান। তবে সম্প্রতি শাহরুখ খান দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে মাত্র ৩০ মিনিটে নেন ৮ কোটি রুপি।
দুবাইয়ে শাহরুখের বেশির ভাগ অনুষ্ঠানের আয়োজন করেন রশিদ সাইদ। তিনি জানান, ‘কনের পরিবারের সদস্যদের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। কনের মা-বাবার আমন্ত্রণ পাওয়ার পর বিয়েতে হাজির হয়ে মঞ্চ পরিবেশনায় অংশ নিতে রাজি হন শাহরুখ।’
শাহরুখের কাছের একটি সূত্র জানায়, শাহরুখ দুই বছর আগেই বিয়ের অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনার জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর এ ধরনের অনুষ্ঠানে হাজিরা দিলেই পেতেন এক কোটি রুপি। আসলে, পারিশ্রমিকের অঙ্কটা বড় কথা নয়, এ ধরনের অনুষ্ঠানে তাঁকে পাওয়াটাই সবচেয়ে মুশকিলের বিষয়। প্রচণ্ড ব্যস্ততার কারণে এসব অনুষ্ঠানের জন্য সময় বের করা তাঁর পক্ষে সত্যিই কষ্টকর।
গত বছর এ ধরনের প্রায় আড়াই’শ অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব এসেছিল শাহরুখের কাছে। সেগুলোর মধ্য থেকে মাত্র ১০টি অনুষ্ঠানে হাজির হতে পেরেছেন তিনি। এ বছর ছয়টির বেশি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না ৪৭ বছর বয়সী এ ‘রা ওয়ান’ তারকা।
বলিউডের অন্যতম প্রভাবশালী দুই অভিনেতা আমির খান ও সাইফ আলী খান এ ধরনের অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণ একদমই সমর্থন করেন না। আর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের কারণে আপাতত নাচানাচি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সালমান খানকে।
এমন অবস্থায় যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়ে গেছেন শাহরুখ। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইচ্ছামতো দর হাঁকছেন এ তারকা অভিনেতা। তাঁর চাহিদা অনুযায়ী পারিশ্রমিকও দিচ্ছেন অনুষ্ঠানের আয়োজকেরা। সম্প্রতি দুবাইয়ের মদিনাত জামেইরাহ হোটেলে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনার বিনিময়ে প্রায় আট কোটি রুপি পেয়েছেন তিনি।
সূত্রঃ মুম্বাই মিরর ও প্রথম আলো।
This post was last modified on মে ১৩, ২০১৩ 1:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…