দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে বাজারে নানা ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। তবে দামের দিক থেকে বেশ চড়া। দামের কথা বিবেচনায় রেখে বাজারে আসছে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন মটো ই৩।
বাজারে নানা ব্র্যান্ডের স্মার্টফোন থাকলেও দাম চড়ার কারণে সকলের পক্ষেই সেগুলো কেনা সম্ভব হয়ে ওঠে না। তবে দামের দিক বিবেচনায় এনে নতুন স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে। অর্থাৎ বেছে নেওয়া যেতে পারে মটোরোলার নতুন মটো ই৩, দাম থাকবে সাধ্যের মধ্যেই।
তবে এখনই ফোনটি বাজারে পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে এ মাসের (সেপ্টেম্বর) শেষ সপ্তাহ পর্যন্ত। ওই সময় বিকাশমান বাজারে নতুন ওই ডিভাইসটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
লো-এন্ড স্মার্টফোনের বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য ফোনগুলোর মধ্যে অন্যতম হলো এই মটো ই সিরিজ। তবে মটোরোলাকে কেনার পর হতে এই সিরিজের নতুন সংস্করণ আনেনি লেনোভো। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে মটো ই৩ উন্মোচনের ঘোষণা দিলো তারা।
কী থাকছে নতুন এ ফোনে? এতে থাকবে:
# অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। পরে যা অ্যান্ড্রয়েড ৭.০-এ আপগ্রেডও করা যাবে।
# ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে
# কোয়াড কোর প্রসেসর
# মাইক্রো এসডি সাপোর্ট
# ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
# ২,৮০০ এমএএইচ ব্যাটারি।
এস কিছুর পাশাপাশি মটো ই৩-তে আরও থাকবে স্প্ল্যাস প্রুফ স্ক্রিণ ও বিল্ট ইন স্ক্রিণ প্রোটেকটর। সেজন্য নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে যে, মটো ই৩ হবে সাধ্যের মধ্যে বাজারের সেরা স্মার্টফোন। তবে দাম কতো হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০১৬ 1:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৩ চৈত্র ১৪৩১…