দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুকনো রাস্তায় গাড়িতে করে যাচ্ছেন। হঠাৎ দেখলেন পুরো রাস্তায় পানিতে ভরে গেছে! তখন কী করবেন? এমন এক বিপদজনক রাস্তার গল্প রয়েছে আজ!
ফ্রান্সের নোইরমৌটিয়ের দ্বীপে অবস্থিত পানির মধ্যে এক বিপদজনক রাস্তা হলো ‘লে প্যাসেজ দে গোই’! এটি দেখলে আপনিও আশ্চর্য হবেন।
সত্যিই এক প্রাকৃতিক জলমগ্ন একটি রাস্তা এটি। দেখতে খুব সুন্দর দেখালেও রাস্তাটি দিনের বেশ কিছু সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে! বিশ্বের যেসব বিপদজনক রাস্তা রয়েছে এটি তারমধ্যে অন্যতম।
জানা গেছে, এই রাস্তাটি প্রায় ৪.১২৫ কিলোমিটার দীর্ঘ। প্রাকৃতিকভাবেই এই রাস্তাটি প্রতিদিন জোয়ারের সময় দু’বার করে জলমগ্ন হয়ে যায়! যখন জোয়ার আসে, তখন এই রাস্তা প্রায় ১৩ ফুট পানির তলায় চলে যায়!
সে কারণে কেবলমাত্র ভাটার সময় এই রাস্তা ব্যবহারের উপযোগী থাকে। দিনে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য এই রাস্তা হাঁটাচলা করা ও ড্রাইভিং-এর উপযোগী থাকে। পর্যটক ছাড়াও এই জায়গাটি ঝিনুক প্রেমিকদের নিকট খুব আকর্ষণীয়।
দিনের দুটি সময় যেহেতু এই পথ জলমগ্ন থাকে, সে কারণে স্বভাবতই এই রাস্তাটি বিপদজনক। কারণ দিনের ঠিক কোন সময় জোয়ার এসে পড়বে তা আগে হতে বোঝা খুবই কঠিন কাজ। সেকারণেই কিছু সেফটি প্যানেল এখানে লাগানো রয়েছে।
রয়েছে কতকগুলি উঁচু টাওয়ার। জোয়ারের মধ্যে বিপদ হতে পারে এমন আশঙ্কা এলে সাময়িকভাবে ওইসব টাওয়ারগুলিতে দাঁড়িয়ে বিপদ এড়ানো সম্ভব হতে পারে।
তবে আশ্চর্যজনক বিষয় হলো বিপজ্জনক হওয়া সত্তেও এই রাস্তাটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। তাই ‘লে প্যাসেজ দে গোই’ এ প্রতিবছরই একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন কর হয়ে থাকে। বিপদকে পর্যটকরা মনের আনন্দে সাদরে গ্রহণ করেছেন বলেই মনে হয়!
দেখুন ভিডিওটি
This post was last modified on সেপ্টেম্বর ৩০, ২০১৬ 9:13 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…