দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি বর্তমান সময়ে এক বড় ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ এই সেলফি নিয়ে বার বার ঘটছে নানা ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, যাদের আত্মবিশ্বাস কম তারাই সেলফি তোলেন!
মাত্র ক’দিন আগের ঘটনা। বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজার পৌঁছে দিয়ে ঢাকায় ফেরার পথে একটি হেলকিপ্টার বিধ্বস্ত হয়ে এক জন মারা যায়। দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায়, এসময় পাইলটের পাশের সিটেই বসেছিলেন শাহ আলম। তিনি পাইলটের কথা না মেনে দরজা খুলে একের পর এক ছবি তুলতে থাকেন। এক পর্যায়ে হেলিকপ্টারটির ভেতরে বাতাস ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে রেজু নদী সংলগ্ন স্থানে বিধ্বস্ত হয়। এতে শাহ আলম (৩২) নিহত হন। বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা ছিলেন শাহ আলম। গত ১৬ সেপ্টেম্বর ঘটে এই দুর্ঘটনা।
আবার বিভিন্ন উৎসবে সেলফি তোলার প্রতিযোগিতাও হতে পারে অনেক বড় ধরনের ভয়াবহতার কারণ। গত কোরবারি ঈদেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পশু কোরবানি নিয়ে তোলা সেলফি নাড়া দিয়েছে অনেকের বিবেককে।
সমগ্র বিশ্বের ঝুকিপূর্ণ সেলফি তোলার ঘটনা আরও ভয়াবহ। ভবন কিংবা পাহাড়ের চূড়া, আগ্নেয়গিড়ি, হাঙ্গরের মুখের সামনে, সমুদ্র সাফিং, সাইক্লিংয়ের সময়, এমনকি সাপের সঙ্গে তোলা হয়েছে ভয়াবহ সেলফি। শুধু তাই নয়, গায়ে আগুন লাগার পর না নিভিয়ে সেলফি তোলা, আবার হাসপাতালে অপারেশন থিয়েটারে রোগিকে রেখে চিকিৎসকদের সেলফি তোলার মতো অস্বাভাবিক ঘটনাও ঘটেছে সাম্প্রতিক সময়ে। আবার স্বজনের কবর খোরার সময়, মৃত দাদার সঙ্গে সেলফি তোলাও কারও কারও কাছে ফ্যাশনে পরিণত হয়েছে!
ইতিহাস থেকে জানা যায়, ১৮৩৯ সালে যুক্তরাষ্ট্রের বাসিন্দা রবার্ট কর্নেলিয়াস নিজের ছবি তুলে নাকি সেলফি জনকে পরিচিতি পান! অপরদিকে এক তথ্যে জানা যায়, সেলফি তুলতে গিয়ে পৃথিবীর সর্বপ্রথম মানুষ মারা যায় লেবাননে। বর্তমানে সেলফি দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশই ঘটে থাকে ভারতে। তাই এই সেলফি হিড়িক থামাতে শহরের ১৬টি স্থানকে ‘নো সেলফি জোন’ জোন হিসেবে ঘোষণা করেছে দেশটির পুলিশ!
এবার আসুন বিশেষজ্ঞরা কি বলছেন সে বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলে নিজের ছবি তুলে বার বার দেখেন তারা যাদের আত্মবিশ্বাস কম। আবার হঠাৎ স্মার্ট হয়ে ওঠা লোকেরা নিজেকে প্রকাশ করার মানষিক চাপ হতেও বেশি বেশি সেলফি তোলেন। তাদের রয়েছে কমন সেন্সের অভাব। আবার তারা আত্মবিশ্বাসীও নয়।
This post was last modified on অক্টোবর ৮, ২০১৬ 2:35 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন ভিটামিন কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লু অর্জুন অভিনীত বলিউডের বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। কিছুদিন…