Categories: সাধারণ

ইন্টারনেট আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ করতে নির্দেশ দিয়েছে বিটিআরসি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবৈধ ভিওআইপি রোধে ইন্টারনেট ব্যান্ডইউথ আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ করার নিদের্শনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) গুলোকে এই নির্দেশনা দেয় হয়েছে বলে জানা যায়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এই নিদের্শনা কার্যকর হবার পর থেকে গ্রাহকরা আপলোড স্পিড কম পাচ্ছেন। বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে পাঠানো ওই নির্দেশনায় আইআইজি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ হবে। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি, ট্রাভেল এজেন্ট, দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠান এর আওতা মুক্ত থাকবে। এসব প্রতিষ্ঠানের নাম সাত দিনের মধ্যে বিটিআরসিকে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে বলে জ্যেষ্ঠ সহকারী পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়।


বর্তমানে বাংলাদেশে ৩৬টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে। আইআইজি প্রতিষ্ঠানগুলো ব্যন্ডউইথ নিয়ন্ত্রণ করে এবং পাইকারি ব্যান্ডইউথ আইএসপিদের কাছে বিক্রি করে। আইএসপিগুলো গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এ নির্দেশনার ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে এনেছে। এর ফলে ইমেইল এটাচমেন্ট আপলোড করা, ফেসবুকে ছবি আপলোড, স্কাইপি কল, গুগল টকসহ বিভিন্ন সেবায় ভোগান্তি হচ্ছে সাধারণ গ্রাহকদের।

এই সিদ্ধান্তে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ফ্রিল্যান্সাররা। অনেক ফ্রিল্যান্সার ভিডিও এডিটিং, থ্রি ডি (৩ডি) মডেলিংসহ অনেক বড় মাপের ফাইল আপলোডসহ নানা কাজ করেন। সাধারণত এডিট করা একটি ভিডিও এর সাইজ ১ গিগা বা তার চেয়েও অনেক বেশি হয়। আগে যেখানে একজন ফ্রিল্যান্সার ১ এমবিপিএস এর ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড স্পিড পেয়েছেন ১০০- ১২০ কেবিপিএস এবং আপলোড স্পিড থাকতো ২০-৩০ কেবিপিএস। এখন সেটা কমিয়ে ২৫ শতাংশ করায় আপলোড স্পিড পাবে ৫-৭ কেবিপিএস। গতবছরও প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা এনেছে ফ্রিল্যান্সাররা। বর্তমানে দেশে কয়েক লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। আপলোড স্পিড হ্রাস করায় এই যোগাযোগ ব্যাহত হবে বলে জানান অনেক প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারা। এতে সময় অপচয়সহ উঠতি ফ্রিল্যান্সার আগ্রহ হারিয়ে ফেলবে।

বিটিআরসি জানায় আপলোড স্পিড হ্রাস করার ফলে ডাউনলোড স্পিড এ কোন প্রভাব পড়বে না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান মঞ্জু জানান, অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সনাক্ত করার জন্য সম্প্রতি ইন্টানেটের আপলোড স্পিড কমিয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিদের্শনা কার্যকর করার পর থেকে গ্রাহক পর্যায় থেকে আপলোডসহ নানা অভিযোগ আসছে। গ্রাহক স্বার্থেই এই নির্দেশনা প্রত্যাহার করা উচিত বলে তিনি মনে করেন। বিটিআরসির চেয়ারম্যানকে আপলোড গতি ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান।

অবৈধ ভিওআইপি রোধের উদ্দেশ্যে করা এই নিদের্শনা সফল হবে না বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করেন। এর ফলে ইন্টারনেট সেবায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এ প্রসঙ্গে বিটিআরসি’র উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীদের এর থেকে বেশি স্পিড প্রয়োজন হয় না। এই স্পিড দিয়েই খুব সহজেই ডাউনলোড করা যায়। তবে আপলোড স্পিড কম রাখলে ভয়েস কলে একটু সমস্যা হয়। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যারা ভয়েস কল করেন বা অবৈধ ভিওআইপি করেন তাদের সমস্যা হবে। তবে সাধারণ গ্রাহকদের এ ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না।

Related Post

অবশ্য বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ ভিওআইপি প্রতিরোধে পরীক্ষামূলক এ নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এ নির্দেশনা প্রত্যাহার হতে পারে।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪.কম

This post was last modified on মে ২০, ২০১৩ 4:04 অপরাহ্ন

এহ্‌তেশাম

Recent Posts

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে